কলকাতা পুরসংস্থা প্রতিদিনের পরিবর্তে এবার প্রতি সপ্তাহের একদিন করে সাধারণ কলকাতাবাসীকে কোভিড নাইন্টিন ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১৯ মে সাংবাদিকদের এ কথা জানান, কলকাতা পুরসংস্থার বিদায়ী উপ-মহানাগরিক ও পুর স্বাস্থ্য দফতরের প্রশাসক অতীন ঘোষ। কেন্দ্রের নয়া টিকা নীতিতে ২১ মে থেকে কলকাতার চিহ্নিত ৯৬ টি কেন্দ্র থেকে প্রতি সপ্তাহের সোমবার কেবলমাত্র সাধারণ নাগরিকদের কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার প্রথম ডোজ পাবেন ১৮ বছরের ঊর্ধ্বের সব্জি – মাছমাংস – ফলফলাদি বিক্রেতা, দোকানদার ও কর্মীরা, ক্ষুদ্র ব্যবসায়ীরা, হকার, পরিবহন কর্মী (আপনাদের নিজ নিজ লাইসেন্সটা নিয়ে আসবেন) এমন সুপার স্পেডাররা ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রথম ডোজ দেওয়া হবে। টিকা নিতে আসার সময় মনে করে সঙ্গে করে আধার বা ভোটার বা লাইসেন্সটি নিয়ে আসবেন। কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার ১২ – ১৬ সপ্তাহের মধ্যে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। অতীনবাবু বলেন, এখন টিকা কেন্দ্রে নিত্য দু – তিনজনের বেশি আসছেন না। তাই ৪৫ বছরের ঊর্ধ্বের কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ কেবলমাত্র সোমবার ও সুপার স্প্রেডারদের বৃহস্পতি, শুক্র ও শনিবার দেওয়া হবে। অন্যদিকে, ৪৪ টি সেন্টার থেকে যেমন দৈনিক ২৮ দিন পরে কো – ভ্যাকসিন’ কোভিড টিকা দেওয়া হচ্ছে সেটা তেমনই চলবে। আর মঙ্গলবার ও বুধবার পোলিও থেকে শুরু করে শিশু ও বাচ্চাদের অন্য যে সমস্ত টিকা পুরসংস্থা থেকে দেওয়া হয় সেগুলি নির্দিষ্ট দিনেই চলবে। অটো ও রিকশাচালকদের মতো হকারদেরও টিকা নিতে পরিচয়পত্র সংগ্রহের জন্য স্থানীয় থানায় যোগাযোগ করতে হবে। পরিচয়পত্র নিয়ে কোভিড টিকা কেন্দ্রে এলে টিকা পাবেন।
এদিকে এদিন রাজ্যের মুখ্যসচিব কলকাতা পুরসংস্থার প্রাক্তন মহাধ্যক্ষ আলাপন বন্দ্যোপাধ্যায় কলকাতার ’কোভিড ম্যানেজমেন্ট টাস্ক ফোর্সে’র চেয়ারম্যান নিযুক্ত হলেন। এতোদিন এই টাস্ক ফোর্সের চেয়ারম্যান ছিলেন কলকাতা পুরসংস্থার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। এখন পুরসংস্থার ৮৩৩৫৯ ৯৯০০০ মোবাইল নম্বরে হোয়াটস অ্যাপ পাঠালে সঙ্গে সঙ্গে পুর স্বাস্থ্য দফতর দ্বিতীয় ডোজের কোভিড টিকাকরণের জন্য নির্দিষ্ট সময় ও স্থান জানিয়ে দিচ্ছে।