Home sports ২০২৫ আইপিএল নিলামের রূপরেখা তৈরি করতে বৈঠক ডাকল বোর্ড

২০২৫ আইপিএল নিলামের রূপরেখা তৈরি করতে বৈঠক ডাকল বোর্ড

0

১৬ এপ্রিল আমেদাবাদে আইপিএল-এর ১০টি ফ্র্যাঞ্চাইজির কর্ণধারদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বিসিসিআই কর্তারা। সেদিনই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ রয়েছে। তার আগে গুরুত্বপূর্ণ বৈঠক সেরে নেওয়া হবে। আগামী মরসুমের আইপিএল-এর আগে বড় আকারে নিলাম ও প্লেয়ার রিটেনশন নিয়ে আলোচনা হতে পারে। এবারের আইপিএল-এর আগে দুবাইয়ে মিনি নিলাম হয়। তবে আগামী মরসুমের আইপিএল-এর আগে নিলামে অনেক বেশি ক্রিকেটার থাকতে পারেন। সেক্ষেত্রে হয়তো আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি খুব বেশি ক্রিকেটারকে দলে ধরে রাখতে পারবে না। বেশিরভাগ ক্রিকেটারকেই ছেড়ে দিতে হবে। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি এই প্রস্তাবে রাজি হতে পারে। কারণ, সেক্ষেত্রে নতুন করে দল গঠনের সুযোগ পাওয়া যাবে। বোর্ড সূত্রে জানা গিয়েছে, আইপিএল-এর ১০টি ফ্র্যাঞ্চাইজির কর্ণধারদের পাশাপাশি সিইও, দল পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও আমেদাবাদে এই বৈঠকে থাকতে পারেন। তবে আলাদাভাবে কর্ণধারদের সঙ্গে বৈঠক করতে পারেন বিসিসিআই কর্তারা। বিসিসিআই সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ, আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধূমল এই বৈঠকে থাকবেন। আইপিএল সিইও হেমাঙ্গ আমিনও এই বৈঠকে থাকবেন। তিনিই আইপিএল-এর ফ্র্যাঞ্চাইজিগুলির কর্ণধারদের বৈঠকে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। বৈঠকে কী বিষয়ে আলোচনা হবে সে ব্যাপারে নির্দিষ্টভাবে কিছু জানাননি আইপিএল সিইও। তবে আগামী মরসুমের আইপিএল-এর আগে মেগা নিলাম নিয়ে যে আলোচনা হবে, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version