১৮ই মার্চ হতে চলেছে অভিষেক ব্যানার্জীর এক বিশাল জনসভা।

0
175

দক্ষিণ দিনাজপুর: চলতি মাসের আগামী ১৮ই মার্চ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে অভিষেক ব্যানার্জীর এক বিশাল জনসভা হতে চলেছে। আর তারই আগে অভিষেক ব্যানার্জির সভাস্থল হিসেবে গঙ্গারামপুর স্টেডিয়াম পরিদর্শণ করলেন জেলা প্রশাসনিক কর্তা ও তৃণমুল নেতৃতরা। শুক্রবার গঙ্গারামপুর স্টেডিয়াম পরিদর্শনে আসেন অতিরিক্ত পুলিস সুপার, মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য্য, এছাড়াও হাজির ছিলেন জেলা তৃণমুল কংগ্রেস সভাপতি সুভাষ ভাওয়াল, জেলা পরিষদের সভাধিপতি অম্বরিশ সরকার, প্রাক্তন জেলা সভাপতি মৃনাল সরকার, গঙ্গারামপুর ব্লক তৃণমুল কংগ্রেস সভাপতি শংকর সরকার সহ অন্যান্যরা। প্রসঙ্গত, আগামী ১৮ই মার্চ দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে সভা করতে আসছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। সভা সফল করতে জোর কদমে প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি প্রশাসনিক তৎপরতা তুঙ্গে উঠেছে। এরই মাঝে শুক্রবার অভিষেক বন্দোপাধ্যায়ের সভাস্থল হিসেবে গঙ্গারামপুর স্টেডিয়াম পরিদর্শন করলেন প্রশাসনিক ও তৃণমুল কংগ্রেস নেতারা। বর্তমানে অভিষেক ব্যানার্জীর দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে সমাবেশকে ঘিরে এখন চরম ব্যস্ততা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here