১০ মার্চ ব্রিগেডে জনগর্জন হবে। তাই ১০ মার্চ যুবভারতী থাকবে অন্ধকারেই। ওই দিন যুবভারতীতে ডার্বি ম্যাচের ঝুঁকি নিতে রাজি নয় বিধাননগর পুলিশ। শুক্রবার ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে বৈঠকে সে’কথাই জানিয়ে দেন পুলিশ আধিকারিকরা। পুলিশের পক্ষ থেকে ১১ মার্চ প্রস্তাব দেওয়া হলেও, তা সম্ভব হবে না এরপরেই ১৩ মার্চ মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ থাকায়। আবার ৯ মার্চও পুলিশ নিরাপত্তা দিতে পারবে না। এই অবস্থায় রাজ্য সরকার কোনও ব্যবস্থা নেয় কিনা, সেদিকেই তাকিয়ে ইস্টবেঙ্গল কর্তারা। এর আগে টিকিট ছাপানোর অনুমতি না দিলেও, ১০ মার্চ ডার্বির প্রস্তুতি নেওয়ার কথা ক্লাবকে জানিয়ে দেয় এফএসডিএল। এখন দেখার এই পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নেয় এফএসডিএল। ১০ মার্চ কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচ করার একটা জল্পনা রয়েছে। না’হলে প্রথম ডার্বির মতোই দ্বিতীয় ডার্বিও পিছিয়ে যাবে দিন। মার্চের শেষ সপ্তাহে করার পরিকল্পনাও করতে পারে এফএসডিএল। তবে বিধাননগর পুলিশের সিদ্ধান্তে অনিশ্চয়তা এখন ডার্বি ঘিরে।