হাবাস ম্যাজিকেই আইএসএলে প্রথম তিনে মোহনবাগান

0
147

বাগানে হাবাস ম্যাজিক। আইএসএলে পরপর জয়ে, ছন্দে মোহনবাগান। এফসি গোয়াকে হারিয়ে আইএসএলে প্রথম তিনে ঢুকে পড়ল সবুজ মেরুন ব্রিগেড। গোয়াকে ১-০ গোলে হারিয়েছে মোহনবাগান। ৭৪ মিনিটে একমাত্র গোলদাতা দিমিত্রি পেত্রাতোস। ডিসেম্বরে এই এফসি গোয়ার কাছেই ঘরের মাঠে নাস্তানাবুদ হয়ে ১-৪-এ হেরেছিল তারা। এ বার গোয়ার মাঠে তাদের হারিয়ে মধুর প্রতিশোধ নিল কলকাতার দল। চলতি লিগে এই আট নম্বর জয় নিয়ে দলের স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস বলেন, ‘এই জয় খুবই দরকার ছিল। কারণ, এফসি গোয়া এক নম্বর দল, যাদের কেউ হারাতে পারেনি। তা ছাড়া দলটা এখন ক্রমশ উন্নতি করতে শুরু করেছে। এখানে আমরা জেতার সম্ভাবনা নিয়েই এসেছিলাম। সম্প্রতি ওরা একটা ম্যাচেও হারেনি। অবশেষে আমাদের কাছেই হারল’। এই জয়ে ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে চলে এল মোহনবাগান। অন্যদিকে, ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ২ নম্বরে রয়েছে গোয়া। এ সপ্তাহে এই নিয়ে দু’টি ম্যাচ খেলা হয়ে গেল মোহনবাগানের। দুটিতেই জিতল তারা। পরের ম্যাচ তাদের খেলতে হবে শনিবার, নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে, ঘরের মাঠে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here