৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে ১৩ ই আগস্ট থেকে শুরু হয়েছে হর ঘর তিরাঙ্গা কর্মসূচি। সেই উপলক্ষে নেহেরু যুব কেন্দ্র দক্ষিণ কলকাতা এস এস বি যৌথভাবে বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা উপহার দেয়। চেতলার হিন্দ সংঘ থেকে শুরু হয় এই কর্মসূচি আদি গঙ্গার ধারে বসবাসকারী সকলের হাতেই জাতীয় পতাকাকে তুলে দেয় তারা। এরপর কালীঘাট অঞ্চলের ঘরেতে ঘরেতে পতাকা তুলে দেওয়া হয়। কালীঘাট মন্দিরের সামনে থেকে এক যাত্রার আয়োজন করা হয়। এরপর কালীঘাট অঞ্চলের গুরুদুয়ারা পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি ও করা হয় এবং সেই বৃক্ষ গুলির বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের নামে নামাঙ্কিত করা হয়।