স্বামীর প্রেমিকাকে খুন গ্রেপ্তার স্ত্রী

0
116

নিজস্ব প্রতিনিধি – এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল ময়ূরেশ্বর থানার পুলিশ বেজা গ্রামে কালিতলাপাড়া এলাকা থেকে । মৃতের নাম প্রতিমা দাস (৪০)। প্রতিমা দাস লোকের বাড়িতে কাজ করতো । গ্রামের বাসিন্দা বুদ্ধদেব মন্ডলের  সঙ্গে অবৈধ সস্পর্কে জড়িয়ে পরে প্রতিমা । বিষয়টি বুদ্ধদেবের স্ত্রী জানতে পারে । বুধবার সকালে প্রতিমাকে বুদ্ধদেবের স্ত্রী বাড়িতে ডেকে মারধর করে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে । ঘটনাস্থলে তার মৃত্যু হয় । এরপর মৃতদেহ বাড়ির পাশে লুকিয়ে রাখে । এরপর প্রতিমার বাড়ির লোক খোজাখুজি করার পর জানতে পারে তাকে মেরে লুকিয়ে রাখে । এরপর ময়ূরেশ্বর থানার পুলিশ যায় ।পুলিশ মৃতদেহটি তুলতে গেলে  বাধা দেয় গ্রামবাসীরা ।এরপর ঘটনাস্থলে যায় রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক । পুলিশ প্রশাসনের আশ্বাসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয় । পুলিশ বুদ্ধদেবের স্ত্রী পলি মন্ডলকে গ্রেপ্তার করেছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here