Home Uncategorized স্বাধীনতার ৭৫ বছরে শরীর ভালো রাখতে স্বাধীনতার দৌড়

স্বাধীনতার ৭৫ বছরে শরীর ভালো রাখতে স্বাধীনতার দৌড়

0

নিজস্ব প্রতিনিধি:  ১৩ ই আগস্ট থেকে স্বাধীনতার 75 বছর উপলক্ষে কেন্দ্র সরকার সারা ভারতে  আজাদি কা  অমৃত মহোৎসব উপলক্ষে ফিট ইন্ডিয়া রানের এক কর্মসূচি নিয়েছে  যা চলবে ২ অক্টোবর পর্যন্ত।  এই কার্যক্রমের মধ্যেই রয়েছে এক অভিনব ভাবনা বলা হয়েছে ৭৫ টি গ্রামে ৭৫ টি মহল্লায় ৭৫ জন করে যুবকদের নিয়ে নেহেরু যুব কেন্দ্র শরীর গঠনের জন্য তথা শরীর সুস্থ রাখার জন্য উদ্বুদ্ধ করবে সেই মর্মে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই ফিট ইন্ডিয়া  ফ্রিডম রানের আয়োজন করেছে চেতলার হিন্দ সংঘ এই অনুষ্ঠানটি সম্প্রতি এলাকার যুবকদের নিয়ে সাংগঠনিকভাবে সম্পন্ন করে।  এই উপলক্ষে ১৮ সেপ্টেম্বর  বিবেকানন্দ যোগা সংস্থানের হলে নেহেরু যুব কেন্দ্র দক্ষিণ কলকাতা এবং সনাতন ভারত ইয়ুথ ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল গানের মাধ্যমে শুভ সূচনা হয় এই অনুষ্ঠানের।  যুব কেন্দ্র পশ্চিমবঙ্গ এবং আন্দামান-নিকোবরের ডিরেক্টর  নন্দিতা ভট্টাচার্য অনুষ্ঠানে  বক্তব্যে বলেন স্বাধীনতার ৭৫ বছরের যেসব মানুষের নিজের প্রাণের মায়া ত্যাগ করে  দেশের মানুষের ভালোর জন্য প্রাণ দিয়েছেন এবং স্বাধীনতা অর্জন করে এনেছেন তাদের তর্পণ করায় আমাদের লক্ষ্য এবং তার সাথে সাথে শরীর  সুস্থ না রাখলে কোন কাজে এগিয়ে যাওয়া যাবে না তাই আমাদের  ফিট থাকতে হবে তবেই আমরা দেশের জন্য কাজ করতে পারব। নেহেরু যুব কেন্দ্র দক্ষিণ কলকাতার  প্রধান অন্তরা চক্রবর্তী বলেন আমরা এই অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন  স্বাধীনতা সংগ্রামীদের যারা এখনো বেঁচে আছেন তাদের বাড়িতে গিয়েছিলাম সেখানে গিয়ে তাদের সম্মাননা জানিয়েছি । আজকের আমরা  এই অনুষ্ঠানের মাধ্যমে ভারতকে সুস্থ-সবল রাখতে প্রতিজ্ঞা  নিচ্ছি।  একটা শপথবাক্য পাঠ করা হয়  যেখানে সকলে প্রত্যেকদিন ৩০ মিনিট করে শরীরচর্চা করবেন।  এদিনের অনুষ্ঠানে সকল যুব যুবারা  যোগ প্রশিক্ষণ নেন।  উদ্বোধনী অনুষ্ঠানের পর ভারতের জাতীয় পতাকা নিয়ে এলাকায় দৌড় এর মাধ্যমে সকলে পরিক্রমা করেন।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাতন ভারতের সভাপতি চন্দ্রচূড় গোস্বামী। 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version