Home Uncategorized স্বাধীনতার পর সর্বপ্রথম পথশ্রী রাস্তা পেল সুন্দরবনের কুলতলি বিধানসভার গোপালগঞ্জ ময়রা চক...

স্বাধীনতার পর সর্বপ্রথম পথশ্রী রাস্তা পেল সুন্দরবনের কুলতলি বিধানসভার গোপালগঞ্জ ময়রা চক এলাকার মানুষ।

0

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি : স্বাধীনতার পর এই প্রথম কুলতলির গোপালগঞ্জের ময়রারচক এলাকায় তৈরি হচ্ছে কংক্রিটের রাস্তা। স্বাধীনতার পর থেকে সর্বপ্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডলের সহযোগিতায় ডোঙাচড়া হইতে ময়রার চক পর্যন্ত ঢালাই রাস্তা পেল। তাই বুধবার রাস্তা উদ্বোধনের দিন এলাকা বাসী শঙ্খ বাজিয়ে মঙ্গল ফিতে কেটে রাস্তার উদ্বোধন করলেন। যা নজির বিহীন ঘটনা ২০২৪ এ দাঁড়িয়ে স্বাধীনতার পর উল্লেখ করতে হচ্ছে রাস্তা নিয়ে। যাই হোক সাধারণ বাসিন্দারা অনেকটাই অসুবিধা বাধন কাটলো। স্কুল কলেজে যেতে অনেক অসুবিধা হতো ছাত্র ছাত্রীদের। অসুস্থ রোগীরা রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকে গুরুতর অসুস্থ হয়ে যেত। তাই রাস্তা পেয়ে খুশি সাধারণ বাসিন্দারা।কুলতলি ব্লকের ডোঙ্গাজোড়া হইতে ময়রারচক পর্যন্ত আড়াই কিলোমিটার ঢালাই রাস্তার উদ্বোধন করেন কুলতলি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গুনধর সরদার ,কুলতলী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হাড়মনি নস্কর, কুলতলি পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ শাহাদত শেখ,গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান বীনতা হালদার, গোপালগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শিক্ষক সুধূর হালদার, কুন্দখালি গোদাবর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি খলিল লস্কর, কুলতলি পঞ্চায়েত সমিতির সদস্যা বামনী সরদার সহ গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের একাধিক জন প্রতিনিধি গন।কুলতলির ময়রারচক এলাকায় দীর্ঘদিন যাবত এলাকা বাসীদের খুবই সমস্যা হচ্ছিল। কুলতলি বিধানসভার বিধায়কের প্রচেষ্টায় আনুমানিক এক কোটি ৩৪ লক্ষ ১২ হাজার এক শত টাকা ব্যয়েএই ঢালাই রাস্তার শুভ সূচনা হয়।আর এই রাস্তা তৈরি হওয়ায় খুশি এলাকার মানুষ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version