জাহেদ মিস্ত্রী ,নরেন্দ্রপুর
স্কুল খুললেও আতঙ্কের ছবি স্পষ্ট বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে। ৭০০ জনের বেশি ছাত্রছাত্রীর সংখ্যা থাকলেও এদিন উপস্থিত হয়েছেন মাত্র ৭০জন। শিক্ষক এবং অশিক্ষক কর্মীর সংখ্যা যেখানে ৫০ এর মত সেখানে এদিন মাত্র উপস্থিত হয়েছেন ১৭ জন। অধিকাংশ ক্লাসরুম ফাঁকা। মাত্র ১৪ জন শিক্ষক উপস্থিত। তাদের নিয়েই কোন রকমে চলছে স্কুল।
শনিবার এই স্কুলেই হামলার ঘটনা ঘটে। বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা আক্রান্ত হন। ঘটনায় প্রধান শিক্ষক সহ পঞ্চায়েত সদস্য এবং বেশ কিছু প্রভাবশালীর নামে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্কুল চললেও এদিন বিদ্যালয়ে আসেন নি প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ। তার নামেও হামলায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে থানায়। অনেক ছাত্র-ছাত্রীই স্কুলে এসেও বাড়ি চলে গিয়েছেন। আক্রান্ত শিক্ষকরা থানায় অভিযোগ জানানোর পাশাপাশি জেলার পুলিশ সুপার এবং শিক্ষা দপ্তরের কাছেও অভিযোগ জানিয়েছেন। তাদের দাবি অবিলম্বে প্রধান শিক্ষককে গ্রেফতার করতে হবে অথবা এই বিদ্যালয় থেকে অপসারিত করতে হবে।
তবে স্কুলের এই হামলার ঘটনায় স্কুলের যে ক্ষতি হয়েছে তা স্বীকার করে নিয়েছেন এদিন উপস্থিত শিক্ষক ও ছাত্রছাত্রীরা। সবাই চান আবার স্বাভাবিক অবস্থায় ফিরুক তাদের এই প্রিয় স্কুল। ফাঁকা স্কুল মাঠ ক্লাসরুমের অধিকাংশ বেঞ্চ জানিয়ে দিচ্ছে এখনো কতটা আতঙ্কে রয়েছে ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারা।