Home Uncategorized সুন্দরবন ভ্রমণের সময় বুড়ির ডাবরি এলাকায় বাঘ দেখলেন পর্যটকরা

সুন্দরবন ভ্রমণের সময় বুড়ির ডাবরি এলাকায় বাঘ দেখলেন পর্যটকরা

0

সুন্দরবনের বুড়িরডাবরি জঙ্গলে দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগারের। শনিবার পর্যটকদের একটি দল জখন বোট নিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় বাঘটিকে জঙ্গলের কাছে দেখতে পায়। নদীর পাড়ে বাঘকে দেখতে পাওয়ায় যথেষ্টই খুশি পর্যটক দলটি। শীতের মরশুমে পর্যটকদের ঢল নেমেছে সুন্দরবনের জঙ্গলে। সজনেখালী সুধন্যখালি দোবাঁকি এলাকায় সুন্দরবন ভ্রমণে আসছেন। একই রকমভাবে ভিড় বাড়ছে বুড়িরডাবরি ঝিঙাখালির মতো জঙ্গল গুলিতে। শনিবার সেখানেই দেখা মিলল একটি বড়সড়ো রয়েল বেঙ্গল টাইগারের। মূলত রায়মঙ্গল নদীর পাশেই মঙ্গলের মধ্যে বাড়তি বসেছিল। পর্যটকদের বোটের দেখা পাওয়ার পরও সেখানেই মূলত রোদ পোয়া ছিল রয়েল বেঙ্গল টাইগার। পরে অন্যান্য  টুরিস্ট বোট সেখানে উপস্থিত হওয়ায় পালিয়ে যায় বাঘটি। একদিকে যখন কুলতলিতে বারবার লোকালয়ে হানা দিচ্ছে বাঘ। অন্যদিকে জঙ্গলেও দেখা মিলছে রয়েল বেঙ্গল টাইগারের। যা আকর্ষণীয় করে তুলছে সুন্দরবন পর্যটন কে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version