সুন্দরবনে নদীবাঁধ ভেঙে প্লাবিত এলাকা, আতঙ্কিত গ্রামবাসীরা

0
170

সুভাষ চন্দ্র দাশ, গোসাবা : কোটাল আর প্রবল বর্ষনের জেরে সুন্দরবনের নদীবাঁধ ভেঙে প্লাবিত হল এলাকা।শুক্রবার গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানা এলাকার কুমিরমারী গোমস নদীর ভাঙ্গন ঘাট এলাকায় প্রায় ৬০ ফুট নদী বাঁধ ভেঙে লবণাক্ত জল গায়েন মধ্যে ঢুকে পড়ে। জোয়ারের সময় এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। যদিও ব্লক প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং যুদ্ধকালিন তৎপরতায় নদীবাঁধ মেরামতির কাজে নেমে পড়ে। গ্রামবাসীদের অভিযোগ, সঠিক পদ্ধতিতে নদী বাঁধ সংস্কার কিংবা নতুন কোন বাঁধ নির্মাণ না হওয়ায় ২০০৯ এর আয়লা পরবর্তী সময় থেকে আতঙ্কিত হয়ে দিন কাটাতে হচ্ছে। পাশাপাশি তাঁদের আরো অভিযোগ ইতিমধ্যে নদীর লবণাক্ত জল গ্রামে ঢুকে পড়ায় পুকুরের মাছ,চাষের জমি ক্ষতিগ্রস্থ হয়েছে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here