Friday, November 22, 2024
spot_img

সুন্দরবনের মানুষের বিনাব্যয়ে এবার চিকিৎসা পরিষেবা তুলে দিলো সুন্দরবন প্রেস ক্লাব মৈপীঠ নগেনাবাদে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : নানা ঘাত প্রতিঘাতকে সামনে রেখে কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে সুন্দরবনের মানুষেরা বিকল্প কর্মসংস্থান না পেয়ে জঙ্গলে মধু সংগ্রহ,মাছ ধরা,মীন শিকার করে জীবিকা নির্বাহ করছে।আর এই কাজে প্রায় দিন বাঘের মুখে পড়ে তাদের প্রাণ ও চলে যাচ্ছে।এক পরিসংখ্যানে দেখা গেল, গত জানুয়ারি থেকে এখনো পর্যন্ত সুন্দরবনে বাঘের কামড়ে চারজনের মৃত্যু ও দুজন আহত হয়েছে।আর এই সব গরীব মানুষের সারাদিন নদীতে থেকে, জঙ্গলে ঘুরে বিভিন্ন ধরনের রোগের কবলে পড়ছে।কান কম শোনা,চর্ম রোগ,মেয়েলি জটিল রোগের শিকার হচ্ছে। আর তাদের পাশে এবার এগিয়ে এলো সুন্দরবনের সাংবাদিক সংগঠন সুন্দরবন প্রেস ক্লাব।মূলত কোনো সাংবাদিক সংগঠনের উদ্যোগে গ্রাউন্ড জিরো পয়েন্টের মানুষের চিকিৎসায় এগিয়ে এলো তাঁরা। সুন্দরবন প্রেস ক্লাব মাত্র দেড় বছর বয়সে রক্তদান শিবির, সাংবাদিক কর্মশালার মত একাধিক কর্মসূচি পালন করে এবার তাঁরা উদ্যোগ নিয়ে সুন্দরবনের কুলতলি ব্লকের মৈপীঠ নগেনাবাদের প্রত্যন্ত সুন্দরবনের কোলে রবিবার সারাদিন ধরে বিনাব্যয়ে একটি স্বাস্থ্য শিবির পরিচালনা করলো। এদিন সুন্দরবন প্রেস ক্লাব ও গান্ধী গ্লোবাল ফ্যামেলির যৌথ উদ্যোগে সুন্দরবন প্রেস ক্লাবের পরিচালনায় মৈপীঠ নগেনাবাদের সুনীল মন্ডলের বাড়িতে একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়ে গেল।কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসকেরা এসে এদিন গ্রামের মানুষের চিকিৎসা করেন। প্রয়োজনীয় অষুধ তুলে দেন।কানের সমস্যা জনিত রোগের চিকিৎসা, স্ত্রীরোগের চিকিৎসা ও সাধারণ রোগের চিকিৎসা পরিষেবা তুলে দেওয়া হয় এদিন।এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা: ইন্দ্রনীল বর্গী,জসমিত সিং অরোরা,বিবেক ভৌমিক,গান্ধী গ্লোবাল ফ্যামেলির পক্ষে এই রাজ্যের ইনচার্জ সৌম্য শেখর বসু, তিয়াসা বসু, সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সহ সম্পাদক অপূর্ব চক্রবর্তী,সদস্য শংকর নাথ হালদার, লাবনী নস্কর সহ আরো অনেকে।প্রখর দাবদহকে উপেক্ষা করে এই শিবিরে রোগীদের আগমন ছিলো চোখে পড়ার মতন।এদিন সাধারণ ও গাইনো বিভাগে ১৩৬ জন রোগীর ও কানের বিভাগে ৬০ জন রোগীর চিকিৎসা করেন চিকিৎসকেরা।এছাড়া বিনাব্যয়ে একটি কিশোর সহ ৩০ জনের কানের সমস্যার মেশিন তুলে দেওয়া হয়।আর এই ধরনের উদ্যোগে পুরোপুরি সহায়তা করেন গাঙ্গেয় সুন্দরবন বার্তা, টাইমস বাংলা ও সুনীল মন্ডলের পরিবার। আর তাদের গ্রামে এই ধরনের একটি স্বাস্থ্য শিবিরে অংশ নিয়ে খুশি গ্রামের মানুষজন।আর সুন্দরবন প্রেস ক্লাবের পরিচালনায় এই ধরনের শিবিরে এসে আনন্দিত গান্ধী গ্লোবাল ফ্যামেলির এ রাজ্যের ইনচার্জ সৌম্য শেখর বসু। তিনি বলেন,সুন্দরবন প্রেস ক্লাবের উদ্যোগে আগামীদিনে আবার তাঁরা সুন্দরবনে এসে এই ধরনের শিবিরের মাধ্যমে সুন্দরবনের মানুষের পরিষেবা দেবেন।সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় বলেন, সুন্দরবনের বিভিন্ন এলাকায় এই শিবির তাঁরা নিয়মিত করতে চায় সুন্দরবনের মানুষের পাশে থেকে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles