Home Arts সুন্দরবনের বাসন্তীতে অনুষ্ঠিত হল বিশ্ব আদিবাসী দিবস

সুন্দরবনের বাসন্তীতে অনুষ্ঠিত হল বিশ্ব আদিবাসী দিবস

0

সুভাষ চন্দ্র দাশ, বাসন্তী : শুক্রবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে বাসন্তীতে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস।এদিন প্রদীপ প্রজ্জ্বোলনের মধ্য অনুষ্ঠানের সূচনা হয়। বাসন্তী বিডিও অফিস সংলগ্ন বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল, অতিরিক্ত জেলা শাসক (সাধারণ),বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল, জেলা প্রকল্প উন্নয়ন আধিকারিক,ক্যানিং মহকুমা শাসক প্রতীক সিং,বাসন্তী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জীব সরকার,বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা মন্ডল, সমাজসেবী মন্টু গাজী, রাজা গাজী, শিক্ষারত্ন শিক্ষক নিমাই মালি সহ অন্যান্য বিশিষ্টরা। এদিন অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে মাননীয়া মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনা যায়।

এছাড়াও আদিবাসী নাচ, গান, আবৃত্তি পরিবেশিত হয়।অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসী শিল্পীদের ধামসা, মাদল, ও শংসাপত্র প্রদান করা হয়। এই অনুষ্ঠানে আদিবাসী সমাজের বিভিন্ন সংগঠন এর প্রতিনিধি সহ কয়েক হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন অংশগ্রহণ করেছিলেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version