Monday, December 23, 2024
spot_img

সুন্দরবনের বাঘের ডেরায় জঙ্গল পুজো ও মেলায় লক্ষাধিক ভক্ত সমাগম

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: বাঘের ডেরায় বনদেবির পুজো। সুন্দরবন এলাকায় দশকের পর দশক ধরে চলে আসছে প্রাচীন এই পুজো ও মেলা। বনবিবি মাতার পুজো উপলক্ষে এই মেলায় উপকূলবর্তী এলাকাগুলির বিভিন্ন দ্বীপ থেকে কাতারে কাতারে মানুষজন এসে ভিড় জমান। এছাড়াও বাইরে থেকেও বহু মানুষ এই মেলায় এসে ভিড় করেন। বনবিবি মাতার পুজো উপলক্ষে উৎসবের মেজাজ রাজ্যের সুন্দরবন উপকূলের মৈপীঠ কোস্টাল থানা এলাকায়। নদীপথে এই মেলার আয়োজনে বিপত্তি এড়াতে সতর্ক পুলিশ।বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে বহু প্রাচীন এই গ্রামীণ মেলা। দশকের পর দশক ধরে সুন্দরবন অঞ্চলে বনবিবি মায়ের পুজো উপলক্ষে এই মেলা চলে আসছে। এবারও কুলতলির দেউলবাড়ি ও মৈপীঠের নগেনাবাদে মাকড়ি নদীর তীরে এই মেলার আয়োজনকে ঘিরে উপকূলের বাসিন্দাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।দূর-দূরান্ত থেকে নৌকায় চেপে কাতারে কাতারে মানুষ মেলায় ভিড় জমিয়েছেন।এই মেলার মূল আকর্ষণ মানত করা মোরগ নিয়ে নদীতে স্নান করে দন্ডী কেটে মায়ের পুজো দেওয়া।এবং পুজোর পরে মানত করা মোরগটিকে জঙ্গলে ছেড়ে আসা।এই পুজো প্রায় ৬৫ বছর ধরে চলে আসছে।প্রতিবছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার জঙ্গলে এই পুজো হয়। আর তিনদিনের মেলা বসে। কথিত আছে, সুন্দবরনের গভীর জঙ্গলে মধু ও খাঁড়িতে কাঁকড়া ধরতে যাওয়ার আগে বনবিবি মাতার পুজো দিলে বাঘের আক্রমণ থেকে পরিত্রাণ মেলে।কুলতলির মৈপীঠ কোস্টাল থানার নগেনাবাদের মাকড়ি নদীর তীরে বহু প্রাচীন বনবিবি মায়ের পুজো উপলক্ষে তিন দিনের মেলার চলছে। রাজ্যের উপকূলবর্তী এই এলাকার একাধিক দ্বীপের বাসিন্দারা এই মেলায় ভিড় জমিয়েছেন। বিশেষত যাঁরা সুন্দরবনের গভীর জঙ্গলে মধু সংগ্রহ ও কাঁকড়া ধরতে যান তাঁরা সবাই এই বনবিবি মায়ের পুজোয় যোগদান করেছেন।এ ছাড়া ও কুলতলি,জয়নগর, রায়দীঘি সহ একাধিক বিধানসভা এলাকা থেকেও বহু মানুষ এই বনবিবির মায়ের পুজো উপলক্ষে মাকড়ি নদীর তিরে একত্রিত হন। স্থানীয়দের অনেকে এই পুজোকে জঙ্গল পুজো ও মেলাকে জঙ্গল মেলা বলে চেনেন। সুন্দরবনের বিভিন্ন দ্বীপ থেকে নৌকায় চেপে রীতিমতো ঝুকি নিয়ে নদী পারাপার করতে দেখা গিয়েছে ভক্তদের। মাতলা শ্রীফলা ও মাকড়ি নদীর সংযোগস্থলে এই মেলা উপলক্ষে এবছর লক্ষাধিক মানুষের ভিড় হয়েছে।পুলিশের তরফেও মেলায় আসা ভক্তদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ করা হয়েছে। একদিকে নিরাপত্তার বন্দোবস্তের পাশাপাশি জলপথেও কড়া নজরদারি রেখেছে প্রশাসন। নৌকায় অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে বারবার সতর্ক করেছেন পুলিশকর্মীরা।আজ জঙ্গল মেলার ২য় দিনে তেও বহু মানুষের সমাগম চোখে পড়লো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles