Home General সাপের কামড়ে মৃত নাবালিকার দেহ কলার ভেলা করে ভাসিয়ে দেওয়া হল...

সাপের কামড়ে মৃত নাবালিকার দেহ কলার ভেলা করে ভাসিয়ে দেওয়া হল নদীতে

0

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং-কথিত রয়েছে সাপের কামড়ে মৃত্যু হয়েছিল লক্ষিন্দরের।সেই লক্ষিন্দর কে কলার ভেলায় ভাসিয়ে ছিলেন চাঁদ সওদাগর।একবিংশতি বছরে অত্যাধুনিক যুগে এবার সাপের কামড়ে মৃত নিজের কন্যাকে চোখের জলে ভেলায় ভাসিয়ে দিলেন গোসাবা ব্লকের ছোট মোল্লাখালি কালিদাসপুর গ্রামের আরেক চাঁদ সওদাগর।নাম দীপ মৃধা।ইয়াসের তান্ডব আর জলোচ্ছ্বাসে জঙ্গলের খানাখন্দ সহ সুন্দরবনের গ্রামগুলি প্লাবিত হয়েছিল।।আর তার প্রভাবে বিষধর সাপ পোকা মাকড় চলে এসেছিল লোকালয়।বৃহষ্পতিবার রাত সাড়ে দশ টা নাগাদ চতুর্থ শ্রেণীর ছাত্রী ১০ বছরের পূজা তার বাবা দীপ মৃধার গলা জড়িয়ে বিছানায় ঘুমিয়েছিল।এটাই ছিল পূজার শেষরাত এবং কালরাত।এটাই ছিল তার বাবার গলায় জড়িয়ে আদর করে শেষ ঘুমানো।রাতের অন্ধকারে আচমকা বিছানায় উঠে আসে একটি বিষধর সাপ।পূজার পায়ে কামড় দেয়।ঘুমে অচৈতন্য ছোট্ট পূজা তখন কিছু বুঝে উঠতে পারেনি।ঘুমে আচ্ছন্ন অবস্থায় শরীরে যন্ত্রণা করতে থাকে তার।সে তার বাবা কে ডেকে জানায় তার পায়ে কিসে কামড় দিয়েছে।দেরী না করে পূজার বাবা ও প্রতিবেশীরা মিলে নিয়ে যাওয়ার চেষ্টা করে হাসপাতলে।রাস্তাঘাট খারাপের জন্য হাসপাতালে না গিয়ে স্থানীয় এক ওঝাগুণীনের কাছে নিয়ে যায় পুজাকে।
ঝাড়ফুঁক তুকতাক করে প্রায় তিন ঘন্টা সময় অতিবাহিত হয়।ততক্ষণ প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে ছোট্ট পূজা।বাঁচার আকুতি ছিল তার।কিন্তু শেষ রক্ষা হল না।যখন হাসপাতালের দিকে রওনা হল,মাঝ পথে মারা যায় পূজা।হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা ছোট্ট পূজা কে মৃত বলে ঘোষণা করেন।শুক্রবার সকালে সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে কলার মান্দাস(ভেলা) করে শুইয়ে দেওয়া হয় পূজাকে।মা-বাবার বুক ফাটা কান্না তাদের সামনে শেষ দেখাটা দেখিয়ে পূজাকে নিয়ে যাওয়া হয় নদীর কাছে।গোসাবার সারসা নদীর জলে ভাসানো হয় ১০ বছরের পূজাকে।কলার মান্দাসের ভেলায় তুলে,পূজার কপালে দেওয়া হয় চন্দন। গলায় পরিয়ে দেওয়া হয় মালা।ধুপ ও প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয় মান্দাসে।দেওয়া হয় মশারি খাটিয়েও।কালিদাসপুর গ্রামের মানুষ চোখের জলে শেষ বিদায় জানায় তাদের আদরের ছোট্ট পূজা কে।ভাসিয়ে দেওয়া হয় সারসা নদীর জলে।রাস্তাঘাট এবং স্বাস্থ্য ব্যবস্থার অনুউন্নয়নের জন্য এবং অশিক্ষার অন্ধকারে থাকায় এই গোসাবার ছোট মোল্লাখালির পূজার মতো আরো কত পূজাকে ওঝার কাছে গিয়ে অকালে প্রাণ হারাতে হবে যাবে তা সুন্দরবন সহ গোসাবা ব্লকের বিবেকবান মানুষের কাছে প্রশ্ন রেখে গেল ছোট্ট পূজা ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version