সম্পত্তি নিয়ে বিবাদ

0
161

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে গুরুতর জখম হলেন এক ব্যক্তি।আক্রান্ত ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেছেন।তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সুত্রে জানা গিয়েছে ক্যানিং থানার অন্তর্গত ইটখোলা পঞ্চায়েতের গোলাবাড়ির মধুখালি গ্রামের বাসিন্দা সামসুদ্দিন মোল্লা।রবিবার সকালে নিজের সম্পত্তির উপর মাটি ফেলার কাজ করছিলেন।সেই সময় প্রতিবেশী সাজ্জেদ,সাহআলম,সেলিম,খলিল,আলম মিস্ত্রী’রা জোর পূর্বক জায়গা দখল করার চেষ্টা করে। বাধা দেয় সামসুদ্দিন।অভিযোগ বাধা দিতেই লাঠি,লোহার রড ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে। ঘটনায় গুরুতর জখম হয়ে পড়ে সামসুদ্দিন।পরিবারের লোকজন উদ্ধার করতে দৌড়ে আসলে তাদেরকে ও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরিবারের সদস্যরা আক্রান্তদের উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পাশাপাশি আক্রান্ত ব্যক্তি ক্যানিং থানায় ৫ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here