উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, দক্ষিন ২৪ পরগনা: ভোটের আগে আবার জমে উঠেছে ভাঙড়। লোকসভা ভোটের আগে প্রখর তাপদাহকে উপেক্ষা করে ভোট প্রচারে সব রাজনৈতিক দল গুলি।শনিবার সকালে যাদবপুর লোকসভা কেন্দ্রের অধীন ভাঙড় বিধানসভার পোলেরহাট থানার শ্যামনগর এলাকায় তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ক্যানিং পূর্বের বিধায়ক ও ভাঙড়ের তৃনমূল অবজারভার সওকাত মোল্লার নামে পোস্টার পড়ে। আর এই পোস্টারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।কারা এই ধরনের পোস্টার এলাকায় লাগিয়েছে তার নাম নেই। এই পোস্টারে রয়েছে সুগত বসু, কবীর সুমন,মিমি চক্রবর্তী এম পি হয়ে কি করেছে শওকাত মোল্লা সায়নী ঘোষ জবাব দাও।ক্যানিং ও জীবনতলা থেকে লোক এনে ভাঙড়ের সন্ত্রাস করে খুন করলো সেই খুনের দায়ে আরাবুল জেলে। শওকাত মোল্লা বাইরে কেন, প্রশাসন জবাব দাও।মুখ্যমন্ত্রী দ্বারা স্বীকৃত বোমা গুলির মাস্টার মাইন্ড শওকাত মোল্লার এই ভাঙড়ে ঠাই নাই।উল্লেখ্য ভাঙড় বিধানসভার বিধায়ক আই এস এফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি।ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম জেলে।পুরো দায়িত্ব সওকাত, কাইজারদের হাতে।আরাবুলকে জেল থেকে মুক্তির দাবিতে ইতিমধ্যে সরব হয়েছে আরাবুল ঘনিষ্ঠ তৃনমূল কংগ্রেসের কর্মীরা। আর তার পরে এই পোস্টার এলাকায় পড়ায় অনেক কিছুই গুঞ্জন এলাকায় ঘুরছে।তবে সওকাত পন্থী তৃনমূল কংগ্রেসের কর্মীদের দাবি তাদের নেতাকে বদনাম করার জন্য এগুলো করা হয়েছে।তবে পুলিশ সমস্ত কিছুর ওপর নজর রেখেছে বলে জানা গেল।