চ্যাম্পিয়ন্স লিগে বের্নাব্যুতে ফের রিয়ালের কামব্যাক। প্রথম লেগে ২-২ গোলে ড্র। ফিরতি লেগে ঘরের মাঠে ৮৯ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে। রিয়াল মাদ্রিদের আশা প্রায় শেষ। কিন্তু ম্যাচের রঙ পাল্টাতে ঠিক কত মিনিটই বা লাগে! রিয়াল নিল ৩ মিনিট। শেষ ২ মিনিটের ব্যবধানে ২ গোল। জোড়া গোল করলেন সুপার সাব হোসেলু। ৮১ মিনিটে ফেডে ভালভের্দের পরিবর্তে মাঠে নামেন। ৮৯ মিনিটে করলেন প্রথম গোল আর ২ মিনিট পর ৯০+১ মিনিটে করলেন দ্বিতীয় গোল। বায়ার্ন মিউনিখ ফাইনালে যাচ্ছে, দর্শকরা এমন ভেবে ফেললেও অবিশ্বাস্য জয়ই উপহার দিল রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলে রিয়ালের পক্ষে ফল ৪-৩ গোলের ব্যবধান। তাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেল রিয়ালই। অথচ আলফন্সো ডেভিসের গোলে বের্নাব্যুতে দারুণ এক জয়ের স্বপ্ন দেখছিল বায়ার্ন মিউনিখ। কিন্তু বের্নাব্যু কামব্যাকের গল্প লিখতে ভালবাসে। তাই ম্যাচ শেষে হোসেলু হয়ে ওঠেন উৎসবের মধ্যমণি। যদিও খেলা যা হয়েছে তাতে রিয়াল অনেক আগেই জয়ের গল্প লিখে ফেলত। কিন্তু ম্যানুয়েল নয়্যারের বিশ্বস্ত হাত তা হতে দেয়নি। গোটা চারেক নিশ্চিত সেভ করার পরও শেষের ভুলের খেসারতই তাকে দিতে হল। আগামী ১ জুন ওয়েম্বলিতে ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড।