Home Uncategorized শুরু হল যোগার প্রহর গোনা

শুরু হল যোগার প্রহর গোনা

0

নিজস্ব প্রতিনিধি :  ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। ভারতবর্ষের তত্ত্বাবধানে এই যোগ দিবসের সূচনা হয় সারা বিশ্ব জুড়ে। শরীর মন ভালো রাখতে প্রত্যেকদিন যোগা খুবই প্রয়োজন। তাই বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় সংগঠনের মাধ্যমে যোগ প্রশিক্ষণকে গুরুত্ব দেওয়া হচ্ছে। শুধু একটি দিনেই যোগ করা নয় যেন প্রত্যেক দিনই মানুষ যোগের মাধ্যমে শরীর মনকে বলবান করতে পারে। এবছর ২১ জুনের আগে ১৪ মে সারা ভারত ব্যাপী শুরু হলো যোগ দিবসের প্রহর গোনা। ঠিক ১০০ দিন আগে থেকে যোগ প্রশিক্ষণে জোর দিল বিভিন্ন সংগঠন। ভারত সরকারের ক্রীড়া ও যুব দফতরের অধীনস্থ নেহরু যুব কেন্দ্র দক্ষিণ কলকাতার পক্ষ থেকে কাউন্টডাউনের মাধ্যমে যোগা প্রশিক্ষণ শুরু হল দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় এলাকায়। কালীঘাট মিলন সংঘ, হিন্দ সংঘ এবং আরও ক্লাবে এই অনুষ্ঠান হয়। কালীঘাট মিলন সংঘে যোগ প্রশিক্ষণের জন্য উপস্থিত ছিলেন উজ্জ্বল বাবু। এছাড়াও যোগের কার‌্যকারিতা নিয়ে বক্তব্য রাখেন অলোক সাহা সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন নেহরু যুবকেন্দ্র দক্ষিণ কলকাতার আধিকারিক অন্তরা চক্রবর্তী। বিভিন্ন জায়গায়  নেহরু যুব কেন্দ্রের যুব নেতারা যোগ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন এবং তাদের তত্ত্বাবধানে বিভিন্ন দিকের বিভিন্ন যোগা প্রশিক্ষকরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন। এছাড়াও ডাক্তার থেকে শুরু করে সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই একশ দিন ধরে চলবে যোগার প্রশিক্ষণ। এশিয়ান যোগা ইনস্টিটিউট, যোগা আরোগ্য, প্রণবানন্দ মার্শাল আর্ট এবং যোগা অ্যাসোসিয়েশন সহ প্রভতি সংস্থা সাদরে গ্রহণ করে যোগা প্রশিক্ষণ শুরু করে দিয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version