পরীক্ষামূলক জিন থেরাপির মধ্য দিয়ে শোনার সক্ষমতা অর্জন করেছে জন্মগত শ্রবণপ্রতিবন্ধী পাঁচ শিশু। চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রমটি চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক হার্ভার্ড মেডিকেল স্কুলের আওতাধীন পরিচালিত ম্যাসাচুসেটস আই অ্যান্ড ইয়ার হাসপাতাল এবং ফুদান বিশ্ববিদ্যালয়ের আই অ্যান্ড ইএনটি হাসপাতালের গবেষকেরা যৌথভাবে এ গবেষণা চালিয়েছেন। এক থেকে সাত বছর বয়সী ছয় শিশুকে এই পরীক্ষামূলক জিন থেরাপি দেওয়া হয়েছিল। এই ছয় শিশুর ওটিওএফ জিনে মিউটেশন হওয়ার কারণে তাদের শোনার সক্ষমতা ছিল না। ওই শিশুরা কোনো কথা শুধু শব্দ আকারে শুনতে পেত। কিন্তু জিন থেরাপি দেওয়ার পর ছয় শিশুর মধ্যে পাঁচ শিশুর উন্নতি দেখা যায়। তাদের শব্দকে বক্তব্য আকারে শনাক্ত করতে পারার সক্ষমতা বেড়েছে। কান থেকে মস্তিষ্কে সংকেত পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত একটি প্রোটিন ওটিএফ জিন থেকে উৎপন্ন হয়। থেরাপির মধ্য দিয়ে ওই শিশুদের জিন মিউটেশন সংশোধন করা হয়েছে।