কোন দলের পাল্লা ভারী! কোন দলের অ্যাডভান্টেজ! কোন দলের শক্তি বেশি! কেউ বাজি ধরার নেই। আইএসএলে এক বনাম দুইয়ের লড়াই। লড়াইটা দুই স্প্যানিশ কোচের মস্তিষ্কের। ওড়িশা এফসির বিরুদ্ধে নামবে মোহনবাগান। যে ম্যাচ জিততে পারলে ওড়িশাকে টপকে একনম্বরে পৌঁছে যাবে সবুজ মেরুন ব্রিগেড। আর যেখানে বাগানের মূল কাঁটা মোহনবাগানেরই প্রাক্তন ও হাবাসের পুরনো ছাত্র রয় কৃষ্ণ। তিনি আবার দুর্দান্ত ফর্মে। ১৫টি ম্যাচ খেলে ১১টি গোল করেছেন তিনি। এদিকে মোহনবাগানের গোলস্কোরারের অভাব নেই। টানা ১১টি ম্যাচে অপরাজিত ওড়িশা এফসি। অন্যদিকে আইএসএলে জয়ের হ্যাটট্রিক নিয়েই ওড়িশার মুখোমুখি হবে মোহনবাগান। গত পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জেতা ও একটিতে ড্র করা ওড়িশা যে কঠিন প্রতিপক্ষ, তা ভালোই জানেন হাবাস। এখনও পর্যন্ত ২৮টি গোল করেছে দুই দলই। কিন্তু ওড়িশা যেখানে ১৪টি গোল খেয়েছে, সেখানে মোহনবাগান ১৮টি গোল হজম করেছে। কঠিন ম্যাচ, তবে এই ম্যাচটাকেই ফাইনালের মতো গুরুত্ব দিতে রাজি নন মোহনবাগান কোচ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here