অপারেশন সাকসেসফুল। নাকে অক্সিজেন নল, হাতে চ্যানেল নিয়েই হাসপাতালের বিছানায় শুয়ে সমাজমাধ্যমে সে’খবর জানালেন মহম্মদ শামি। ভারতীয় স্পিডস্টারের দ্রুত সুস্থতা কামনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই প্রার্থনা বিসিসিআইয়েরও। গোড়ালির চোটে বিশ্বকাপের পর থেকেই আর মাঠে নামা হয়নি শামির। ইঞ্জেকশনও যখন ফেল করে যায়, তখন অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। মহম্মদ শামি জানিয়েছেন, অ্যাকিলিস টেন্ডনে একটি সফল হিল অপারেশন হয়েছে। তাঁর সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে এখনও বেশ কিছু দিন সময় লাগবে। মোদী তাঁর উদ্দেশে সমাজ মাধ্যমেই লেখেন, ‘আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এই কামনা করি। আমি আশাবাদী, আপনার এই চোট দ্রুত সেরে যাবে।’ শামির ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, আপাতত ইংল্যান্ডে রিহ্যাব করবেন তিনি। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ভারতে ফিরতে পারেন। মার্চের শেষ কিংবা এপ্রিল মাস থেকে ফিটনেস ট্রেনিং শুরু করতে পারেন।