আলিপুর বার্তা সম্পাদকের প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠির জের
নতুন দিল্লি থেকে সমিতা চক্রবর্তী : গত ২২ জানুয়ারি বহু প্রতীক্ষিত রামমন্দিরের উদ্বোধন হলেও পরের দিন ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন প্রায় বিবর্ণ ভাবে পালিত হযেছে। দেশব্যাপী নেতাজি অনুরাগীদের প্রত্যাশা ছিল আদালতের নির্দেশে তৈরি হওয়া অযোধ্যার রামকথা সংগ্রহশালা যেখানে গুমনামী বাবা ওরফে ভগবানজির কক্ষে প্রাপ্ত জিনিসপত্র সংরক্ষিত আছে সেটির দ্বার উদ্ঘাটিত হবে। বহু গবেষক মনে করেন ভগবানজি প্রকৃত পক্ষে নেতাজি সুভাষচন্দ্র বোস। সন্ন্যাস জীবনের নির্জনতা বেছে নিযেছিলেন তিনি। উল্লেখ্য, পূর্বতন রামমন্দির খননকালে মাটির তলায় যে সমস্ত পুরাতাত্ত্বিক নিদর্শন মিলেছিল সেগুলি রামকথা সংগ্রহশালার আলাদা গ্যালারিতে স্থান পেযেছে। আলিপুর বার্তা পত্রিকার সম্পাদক ও নেতাজি গবেষক ড. জয়ন্ত চৌধুরী, যিনি নেতাজি চেতনা মঞ্চের সাধারণ সম্পাদক গত ডিসেম্বরে প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠিযে আর্জি জানান যে নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করুক সরকার এবং রামকথা সংগ্রহশালা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। ড. চৌধুরীর ওই চিঠির ওপর ইতিমধ্যে নোট চালাচালি শুরু হযেছে দিল্লি ও উত্তরপ্রদেশ সরকারের মধ্যে। সরকার তরফে এ ব্যাপারে প্রক্রিয়াধীন বা আন্ডার প্রসেস বলে জানান হযেছে। যদিও ড. চৌধুরীর আর্জি মত নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণার ব্যাপারটিও প্রক্রিয়াধীন কিনা তা স্পষ্ট করা হয়নি। দেশের অগণিত নেতাজি অনুরাগী কেন্দ্রের সদর্থক সিদ্ধান্তের দিকে তাকিযে আছে।