বিশ্ব জুড়ে চলছে আন্তর্জাতিক যোগ দিবসের তুমুল প্রস্তুতি 21 জুন সারা দেশজুড়ে পালন হতে চলেছে যোগ দিবস। কলকাতাতে নেহেরু যুব কেন্দ্র এই যোগ দিবসের দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সাড়ম্বরে পালন করতে চলেছে যোগ দিবস। নেহেরু যুব কেন্দ্র মূল দপ্তরের যোগ দিবসের অনুষ্ঠান হবে টালার লেডিস পার্কে। স্বাধীনতার এই 75 বছরে কিভাবে গুরুত্ব দিয়ে এই যোগ দিবসের অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। যুব কেন্দ্রর মুখ্য আধিকারিক নন্দিতা ভট্টাচার্য এক সাংবাদিক বৈঠকে বলেন শরীর মন ভালো রাখতে যোগ প্রয়োজন তাই যোগাসন কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই যোগ দিবসের অনুষ্ঠান মহাসমারোহে করা হচ্ছে। ইতিমধ্যেই ব্লকে ব্লকে যোগ প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে এক মাস ধরে চলছে। আজ বিভিন্ন জায়গায় প্রস্তুতি পর্ব হিসেবে যোগব্যায়ামের আয়োজন করা হয়েছিল দক্ষিণ 24 পরগনার বারাইপুর নেহেরু যুব কেন্দ্র প্রস্তুতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য আধিকারিক নন্দিতা ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন বারুইপুর কেন্দ্রের আধিকারিক রজতশুভ্র নস্কর। নেহেরু যুব কেন্দ্র দক্ষিণ কলকাতার তত্ত্বাবধানে বিভিন্ন জায়গায় আজ জোক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল সকাল থেকেই বিভিন্ন ছোট ছোট ভাঁজে কলেজ স্কুলের এবং ক্লাবের সকলে যোগ প্রশিক্ষণের অনুষ্ঠানে অংশগ্রহণ করে। দক্ষিণ কলকাতার একুশে জুনের অনুষ্ঠান হতে চলেছে সাউথ সিটির এক প্রেক্ষাগৃহে। দক্ষিণ কলকাতার আধিকারিক অন্তরা চক্রবর্তী জানান তাদের এই অনুষ্ঠানে প্রায় দেড়শ জন অংশগ্রহণ করবে। যোগের দাঁড়া শরীর-মন সবই ভালো থাকে তাই ভারত সরকারের যুব ও ক্রীড়া দপ্তর এর অধীনস্থ নেহেরু যুব কেন্দ্র সেই কাজে নিযুক্ত হয়েছে।