-:যোগ প্রদর্শনী :-

0
102

বালুরঘাট ত্রিধারা ক্লাবের ইন্ডোর হলে ১২ই মে রবিবার সকালে নবদিশা যোগা প্রশিক্ষণ কেন্দ্র – এর প্রথম বর্ষ পূর্তি উপলক্ষ্যে নবদিশা যোগা প্রশিক্ষণ কেন্দ্র – এর যোগা শিক্ষিকা – মমিতা অধিকারীর পরিচালনায় ও ব্যবস্থাপনায় সংস্থার শিক্ষার্থীদের নিয়ে এক যোগ প্রদর্শনীর আয়োজন করা হয়। যোগ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন যোগ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল – এর সম্পাদক – পঙ্কজ ভগৎ , হিলির এস বি এস গভর্নমেন্ট কলেজ – এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর – অভিজিৎ সরকার, দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সম্পাদক গৌতম গোস্বামী, যোগ শিক্ষিকা মৌসুমী অধিকারী পুততুন্ড প্রমুখ। যোগ প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থীকে এবং অনুষ্ঠানে উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি দর্শকদের সবাইকেই “আমরা করব জয়” স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে চারা গাছ দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here