যে কীর্তি নেই আর কোনও পেসারের

0
158

প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেট! নতুন ইতিহাস তৈরি করলেন জেমস অ্যান্ডারসন। এর আগে অবশ্য দুই কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন ও মুথাইয়া মুরলিধরনের এই কৃতিত্ব রয়েছে। যা ছুঁলেন জিমিও। ধরমশালা টেস্টের তৃতীয় দিন কুলদীপ যাদবকে আউট করে অনন্য এই মাইলফলক ছুঁলেন ইতিহাসের সফলতম পেসার। মুরলীর এই ৭০০ মাইলফলক ছুঁতে ম্যাচ লেগেছিল ১১৩ টেস্ট। ওয়ার্নের লেগেছিল ১৪৪টেস্ট। পেস বোলার অ্যান্ডারসনের লাগল ১৮৭ ম্যাচ। আর ৮ উইকেট পেলেই ওয়ার্নকে ছুঁয়ে ফেলতে পারবেন এই ব্রিটিশ পেসার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here