৪ ম্যাচে ৬৫৫ রান। ২টি ডবল সেঞ্চুরি। যশস্বীর যশ ছড়িয়েছে বিশ্বব্যাপী। আইসিসির মাসসেরার দৌড়ে রয়েছেন। এবার অবিশ্বাস্য ফর্মের জন্য ২২ বছরেই ঢুকে পড়লেন টেস্ট র্যাঙ্কিংয়ের প্রথম দশে। রাজকোট টেস্টের আগে ২৯তম স্থানে ছিলেন যশস্বী। ম্যাচ উইনিং দুশোর পর বিরাট লাফ দিয়ে ১৫ নম্বরে উঠে আসেন। তৃতীয় টেস্টের পর আরও উন্নতি। তিনধাপ ওপরে উঠে ১২ নম্বরে চলে আসেন। চতুর্থ টেস্টে রান পাওয়ায় আবার দু’ধাপ এগিয়ে ঢুকে পড়লেন প্রথম দশে। টেস্ট ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় ভারতীয় হিসেবে প্রথম দশে স্থান পান যশস্বী। ৮ নম্বরে রয়েছেন বিরাট কোহলি। আর রোহিত শর্মা আছেন ১১ নম্বরে। এখনও ইংল্যান্ডের বিরুদ্ধে এক টেস্ট বাকি। আরও কত ধাপ এগিয়ে নিয়ে যান যশস্বী নিজেকে, তাই এখন দেখার।