যশস্বীর সামনে ২ রেকর্ড ভাঙার হাতছানি

0
43

মাত্র ২২ বছর বয়সেই যা করেছেন, তাতে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। যশস্বী জয়সওয়াল তাঁর কৃতিত্বের স্বীকৃতিও পেলেন। একলাফে আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন ১৪ ধাপ। ৬৯৯ রেটিং পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে উঠে এসেছেন তিনি। ভাবা যায়, টেস্টে যে তিন সেঞ্চুরি রয়েছে তাঁর, তাতে সর্বনিম্ন রান ১৭১। এখনও পর্যন্ত ১৩টি টেস্ট খেলে ২টি পরপর ডবল সেঞ্চুরির ইনিংস উপহার দিয়েছেন। রান করেছেন ৮৬১। আর মাত্র ১৩৯ রান করলেই, করে ফেলবেন হাজার রানের মাইলস্টোন। মাত্র ১৪ ইনিংসে হাজার রান করার কৃতিত্ব রয়েছে একমাত্র ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলির। যশস্বীর সামনে এই সিরিজে সুনীল গাভাসকরের ৫৪ বছর আগে গড়া রেকর্ড ভাঙারও সুযোগ রয়েছে। তারজন্য প্রয়োজন ২৩০ রান। যা ভাঙতে চার ইনিংস পাবেন যশস্বী। ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক সিরিজে সবচেয়ে বেশি ৭৭৪ রান করার কীর্তিটা রয়েছে গাভাসকরেরই। ভারতীয় কিংবদন্তি তা করেন ১৯৭০-৭১ মরসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর কোনও ভারতীয় ক্রিকেটারের ৭০০ রানও নেই এক সিরিজে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here