সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং : গৃহবধূকে ভিনরাজ্যে বিক্রি করার অভিযোগে দুজনকে গ্রেফতার করলো ক্যানিং থানার পুলিশ।উদ্ধার হয়েছে মা ও তার শিশু সন্তান। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই বধুর স্বামীর সাথে সাংসারিক অশান্তি হওয়ার কারণে ক্যানিংয়ের উত্তর কড়াকাটি গ্রামে তার বাপের বাড়িতেই থাকছিলেন। সেখানেই প্রতিবেশী নুরবানু গায়েন নামে এক মহিলা তাঁকে মুম্বাইয়ে ভালো মাইনের কাজের লোভ দেখায়। গৃহবধূ সেই কাজের যেতে রাজি হয়ে যান। গত সোমবার রাতেই ঐ গৃহবধূকে নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় অভিযুক্তরা। নুরবানুর সাথে তার এক পুরুষ সঙ্গী মিলে এই পাচারের কাজ করছিল। অন্যদিকে বধুর বাপের বাড়ির লোকজন ঘটনার কথা জানতে পেরে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ক্যানিং থানার পুলিশ। ছত্তিসগড় থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতদের সাথে আর কে বা কারা যুক্ত রয়েছে এবং কোথায় কোথায় পাচারের কাজ করে সে সম্পর্কে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।