Friday, November 22, 2024
spot_img

মেগা ফিট ইন্ডিয়া রান

নিজস্ব প্রতিনিধি: বিভিন্ন মহল্লায় মহল্লায় সংগঠিতভাবে ফিট ইন্ডিয়া ফ্রিডম রানের  পর দক্ষিণ কলকাতা নেহেরু যুব কেন্দ্র পক্ষ থেকে মেগা সুইট ইন্ডিয়া  ফ্রিডম রানের  আয়োজন করা হয় দক্ষিণ কলকাতার সাউদান এভিনিউ তে এই অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিল স্বর্ণা ফাউন্ডেশন এবং স্কাউট সাউদান এভিনিউ মাঠের অনুষ্ঠানের শুভ সূচনা করেন কলকাতায় সেনাবাহিনীর নিয়োগ অধিকর্তা লেফটেন্যান্ট  কর্নেল গগনদীপ সিং,  এসএসবি কলকাতার কমান্ডিং অফিসার মিস্টার  রাউত,  অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার অরিন্দম আচার্য,  স্বর্ণ ফাউন্ডেশনের প্রধান অজিত কুমার ভার্মা  সহ আরো অনেকে।  উদ্বোধনী ভাষণ এর মাধ্যমে সকলকে বরণ করে নেন  নেহেরু যুব কেন্দ্র দক্ষিণ কলকাতার  প্রধান আধিকারিক অন্তরা চক্রবর্তী।  অতিথিদের ভাষণ দেওয়ার পর কাউকে তরফ থেকে অতিথিদেরকে প্যারেড এবং স্যালুটের মাধ্যমে সম্মান জানানো হয়।  তারপর বন্দেমাতারাম  ধ্বনিতে দৌড় এর মাধ্যমে এলাকা প্রদক্ষিণ করে যুবকরা।  সবশেষে ধন্যবাদ জ্ঞাপন এবং সংগীতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।  সমগ্র অনুষ্ঠানটি ব্যবস্থাপনায় ছিল রাহুল।  সবশেষে সকলের হাতে শংসাপত্র তুলে দেন সকল অতিথিরা।  সকল অতিথিরা  স্বাধীনতা সংগ্রামের ত্যাগ-তিতিক্ষার কথা মনে করেন এবং যুব যুবাদের  দেশের কথা চিন্তা করা এবং দেশের জন্য এগিয়ে যাওয়ার কথা বলেন এজন্য প্রয়োজন শরীর সুস্থ রাখার তারা বলেন ৩০ মিনিট অন্তত শরীর সুস্থ রাখার জন্য করতে হবে ব্যায়াম যোগা দৌড়াতে হবে সকলকে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles