নিজস্ব প্রতিনিধি : গত ১৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দুয়ারে রেশন উদ্বোধন করেছেন। সমস্যার সমাধান হিসাবে বলেছেন, ২১ হাজার রেশন ডিলারকে মাল সরবরাহের জন্য গাড়ি কিনতে ১ লক্ষ টাকা দেওয়া হবে। ডিলাররা দুজনকে চাকরি দিতে পারবেন, তারা ১০ হাজার করে মাইনে পাবেন। রাজ্য সরকার দুজনের জন্য ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার দেবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, আমি যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তাই করেছি, দুয়ারে রেশন বাস্তবে রূপ দিতেই হবে। কেউ কেউ আদালতের দ্বারাস্থ হয়েছেন, এটা করবেন না। আমি আগামী দিনে ডিলারদের অন্যান্য অসুবিধা দেখে দেব। মুখ্যমন্ত্রীর কথায় উপস্থিত সব ডিলার এবং সংগঠনের নেতারা সায়ও দেন। তবে দুদিন পর থেকেই আবার সংশয় দেখা যায় ডিলারদের মধ্যে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিলার বলেন, আমরা এখন ১৮ মাসের বকেয়া কমিশন পাইনি। তাছাড়া ১ লক্ষ টাকার গাড়ি কিনে, তার ড্রাইভার-খালাসীর মাইনে কিভাবে দেব। তাছাড়া মাসের ১৫ দিন গাড়ি চললেও বাকি পনের দিন গাড়ি নিয়ে কি করব? রাজ্য এমআর ডিলার জয়েন্ট ফোরামের সাধারণ সম্পাদক নিখিলেশ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী ওনার মতো বলেছেন। কিন্তু আমরা আমাদের খরচের হিসাব পাঠিয়েছি। যদি সেটা ঠিকঠাক হয় তবেই দুয়ারে রেশন হবে, তা না হলে সংশয় রয়ে যাবে।