মুক্তি পেল ‘বেলাইন’ ছবির ট্রেলার ।

0
96

দৃষ্টিশ্রী আর্টস প্রাইভেট লিমিটেডের ব্যানারে ‘বেলাইন’ শীর্ষক নতুন বাংলা ছবি খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে। সম্প্রতি কলকাতার এক রেস্তোরাঁতে আয়োজিত এই ছবির ট্রেলার লঞ্চ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ ছবির নবাগত নায়ক তথাগত মুখোপাধ্যায় ও নবাগতা নায়িকা শ্রেয়া ভট্টাচার্য। সঙ্গে ছিলেন এ ছবির আরেক অভিনেতা আর জে সায়ন। এই ছবিতে বাড়তি আকর্ষণ হিসাবে পাওয়া যাবে অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে, তিনি এক ষাটোর্ধ্ব বৃদ্ধের চরিত্রে অভিনয় করেছেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে পরিচালক ও কাহিনীকার শমীক রায়চৌধুরী জানান, ছবিটি আসলে দুটো ঘরের গল্প। এই দুই ঘরের গল্পের মধ্যে রয়েছে অনেক চমক। গল্পের শেষে রয়েছে সেই সমস্ত চমকের উত্তর। তিনি আরও বলেন,প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিটের এই ছবিতে দর্শক ড্রামা ও থ্রিলার দুইই পাবে তাই আশা করি সবার ভালো লাগবে। ‘বেলাইন’
ছবির কথায় ও গানে সুর দিয়েছেন তমালকান্তি হালদার। সুপ্রিয় দত্তর ক্যামেরা, তপন শেঠের আর্ট ডিরেকশন, সংলাপ ভৌমিকের সম্পাদনা এই ছবির অন্যতম সম্পদ। হরিৎ রত্ন এ ছবির প্রযোজনার দায়িত্বে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৯ মার্চ মুক্তি পাবে ‘বেলাইন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here