Monday, December 23, 2024
spot_img

মহিলা বেঙ্গল প্রো টি২০ লিগের চ্যাম্পিয়ন লাক্স শ্যাম কলকাতা টাইগার্স

নিজস্ব প্রতিনিধি : দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স। তাতেই উদ্বোধনী মহিলা বেঙ্গল প্রো টি২০ লিগে চ্যাম্পিয়ন হল লাক্স শ্যাম কলকাতা টাইগার্স। ফাইনাল তারা মুর্শিদাবাদ কুইন্সকে ৫ রানে হারিয়েছে। অধিনায়ক মিতা পাল (২৪, ২-১৭) দুর্দান্ত পারফরম্যান্সের সাথে সামনে থেকে নেতৃত্ব দেন। লাক্স শ্যাম কলকাতা টাইগার্সের হয়ে ইপ্সিতা মণ্ডল (৩৭ অপরাজিত), আরিকথা মান্না (২-১৪), মমতা কিস্কু (২-১০) অবদান রাখেন চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে। ম্যাচ সেরার পুরস্কার পান মিতা। প্রথমে ব্যাট করে লাক্স শ্যাম কলকাতা টাইগার্স ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১০ রান তোলে। মুর্শিদাবাদ কুইন্সের হয়ে প্রিয়াঙ্কা সরকার ১৮ রানে ২ উইকেট নেন। জবাবে সন্দীপ্তা পাত্রের ৪৫ সত্ত্বেও, মুর্শিদাবাদ কুইন্স ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৫ রান তুলতে পারে। তাতেই ৫ রানের জন্য হাতছাড়া হয় ট্রফি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles