Home Uncategorized মশার উৎপাত দক্ষিণ কলকাতায়

মশার উৎপাত দক্ষিণ কলকাতায়

0

বরুণ মণ্ডল, কলকাতা :  কলকাতা পৌরসংস্থার স্বাস্থ্য পরিষেবা দফতরের সমীক্ষাতেই উঠে এসেছে, উত্তর কলকাতার তুলনায় দক্ষিণ কলকাতায় মশার উৎপাত বেশি।  কলকাতা পৌরসংস্থা সমীক্ষায় দেখা যাচ্ছে,  জলাশয় বা পুকুর, খোলামুখ নালানর্দমা, নির্মীয়মাণ বাড়ি বা অট্টালিকা, উন্মুক্ত খালি জমি এমন প্রজননক্ষম স্থান বেশি থাকায় কিছু শক্তিশালী প্রজাতির মশার প্রাদুর্ভাব উত্তর কলকাতার তুলনায় দক্ষিণ কলকাতায় অনেক বেশি দেখা যায়।   উত্তর কলকাতার তুলনায় দক্ষিণ কলকাতায় ডেঙ্গুর সংক্রমণ বেশি। একাধিক গবেষণায় ওঠে এসেছে,  দক্ষিণে এডিস ইজিপ্টাই মশার সম্ভাব্য আঁতুড়ঘরের সংখ্যা বেশি। যেখানে উত্তর কলকাতায় ৬০ শতাংশ ভ্যাকেন্ড ল্যান্ড, সেখানে দক্ষিণ কলকাতায় খালি জমির সংখ্যা ৯৯ শতাংশ।  আর সে কারণেই কলকাতা নগরীর ৭৬ শতাংশ ডেঙ্গু আক্রান্তের খবর দক্ষিণ কলকাতাতেই ৮ থেকে ১৪ নাম বরো থেকে পাওয়া গেছে।  আর বাকি ২৪ শতাংশ ডেঙ্গু আক্রান্তের খবর মেলে উত্তর কলকাতার ১ থেকে ৭ নম্বর বরো এলাকা থেকে পাওয়া গেছে। বিভাগীয় এই পর্যবেক্ষণের সূত্র ধরে কলকাতাবাসী সকলের উচিত সারা বছর ধরে ডেঙ্গুর প্রতি সতর্ক থাকা। তাই সারা বছর ধরে দক্ষিণ কলকাতার সমস্ত ওয়ার্ডে স্বাস্থ্য বিভাগ, বিল্ডিং বিভাগ এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপক বিভাগ সম্মিলিত ভাবে মশক বিরোধী পর্যবেক্ষণ ও পদক্ষেপ গ্রহণ করেছে। 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version