Home Uncategorized মথুরাপুরের গত পঞ্চায়েতের নির্দল প্রার্থী এবং তাঁর দুই শতাধিক অনুগামী রবিবার যোগ...

মথুরাপুরের গত পঞ্চায়েতের নির্দল প্রার্থী এবং তাঁর দুই শতাধিক অনুগামী রবিবার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে

0

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : শনিবারের পর রবিবারেরও মথুরাপুরের তৃনমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারের হাত ধরে বিরোধী দল থেকে তৃনমুল কংগ্রেসে যোগদান করলো বহু কর্মী। রবিবার দিন মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদারের হাত ধরে গত পঞ্চায়েত নির্বাচনের নির্দল প্রার্থী জামাল জামাদার ও তার দুই শতাধিক অনুগামী নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। রবিবার মথুরাপুর এক নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলের সাতঘড়া থেকে বেলগাছিয়া পর্যন্ত তৃণমূলের প্রার্থী বাপি হালদারের সমর্থনে এক পদযাত্রার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার এবং মথুরাপুর এক নম্বর ব্লক সভাপতি মানবেন্দ্র হালদার এবং দেবীপুর অঞ্চলের প্রধান আমির হোসেন লস্কর সহ ১০০০ তৃণমূল নেতৃত্বরা, সেখানে নির্দলের প্রায় দুই শতাধিক কর্মী বাপি হালদারের হাত ধরে বেলগাছিয়া এলাকায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।জানা যায় দেবীপুর অঞ্চলে গত পঞ্চায়েত নির্বাচনে তেঁতুল বেড়িয়া গ্রামে তৃণমূলের তরফ থেকে আমির হোসেন লস্করের বিরুদ্ধে নির্দল প্রার্থী দিয়েছিলেন, নির্দল থেকে প্রার্থী হয়েছিলেন জামাল জামাদার,১৮১ভোটে হারিয়ে তৃণমূলের তরফ থেকে জয়ী হয়েছিলেন আমির হোসেন লস্কর। তারপরে রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের গতিবিধি দেখে গত পঞ্চায়েত নির্বাচনের নির্দল প্রার্থী জামাল জামাদার সহ তার ২০০ অনুগামী মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদারের হাত ধরে যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। তাতে তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী হচ্ছে বলে এদিন বাপী হালদার জানালেন।এর আগে শনিবার রায়দীঘি বিধানসভা কেন্দ্রে গতবারের পরাজিত বিজেপি প্রার্থী শান্তুনু বাপুলী ও মন্দিরবাজার বিধানসভা আসনে গতবারের পরাজিত বিজেপি প্রার্থী দিলীপ জাতুয়া সহ ৫০ জন তৃনমূল কংগ্রেসে যোগদান করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কুলপির এক জনসভায়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version