Home Accident ভূমিকম্পে কাঁপল তাইওয়ান

ভূমিকম্পে কাঁপল তাইওয়ান

0

সুমন্ত ভৌমিক : আগামীকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত তাইওয়ান দেশটির পূর্ব উপকূলে কম্পন অনুভূত হয়। এই সময়ের মধ্যে অনেকবার ভূমিকম্প আঘাত এনেছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটি ছিল ৬.৩ মাত্রার। একের পর এক আঘাত নিয়ে আসা এসব ভূমিকম্পে রাজধানী তাইপের ভবনগুলোও কেঁপে ওঠে। তাইওয়ানের আবহাওয়া প্রশাসন বলেছে, পূর্বাঞ্চলের হুয়ালিয়েন শহরে ভূমিকম্পের উৎপত্তি হয়। দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় তাইওয়ানে ভূমিকম্প বেশি দেখা দেয়।

আজ ভোরে হুয়ালিয়েনের দমকল বিভাগ জানিয়েছে, গত ৩ এপ্রিলের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া একটি হোটেল আরও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঝুঁকে পড়েছে। অবশ্য আগের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এটি বন্ধই ছিল। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। চলতি মাসের শুরুর দিকে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে তাইওয়ানের হুয়ালিয়েন শহর। এতে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version