ভারতের ৫ রান জরিমানা! কিন্তু কেন?

0
98

৪৪৫ রানের বিশাল পুঁজি ভারতের। পাল্টা বাজবল ক্রিকেটে লড়াই ইংল্যান্ডেরও। এরমধ্যে ব্রিটিশদের বাড়তি পাওনা বোনাস ৫ রান! তাতে দিনের শেষে ২ উইকেট হারিয়ে ২০৭ রান তুলে ফেলেছে ইংল্যান্ড। এখনও পিছিয়ে আছে ২৩৮ রানে। বেন ডাকেট অপরাজিত ১১৮ বলে ১৩৩ রানে। এরমধ্যে রয়েছে ২১ চার ও ২ ছক্কা। ৩৯ বলে ৫০ রান পূর্ণ করেন তিনি। বাজবল স্টাইলে খেলে ইংল্যান্ড মাত্র ৯.১ ওভারে ৫০, ১৮.১ ওভারে ১০০, ২৬.৪ ওভারে ১৫০ রান পূর্ণ করে ফেলে। এই ম্যাচেই অশ্বিন যেমন ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন, তেমনই ব্যাট করার সময় তাঁর জন্যই জরিমানা দিতে হয়েছে ৫ রান। ভারতের প্রথম ইনিংসের ১০২ তম ওভারের তৃতীয় বলে রেহান আহমেদকে কভারে ঠেলে রান নিতে যান অশ্বিন। তবে ধ্রুব জুড়েল তাকে ফিরে যেতে বলেন। এই সময় পিচের সুরক্ষিত এলাকা দিয়ে অশ্বিন দৌড়োনোয় ভারতকে ৫ রান জরিমানা করা হয়েছে। সেঞ্চুরির পর এদিন জাদেজা বেশিদূর এগোতে পারেননি। আউট হন ১১২ রানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here