ভারতীয় ক্রিকেটে জানেন বজরঙবলির ভক্ত কে! জানেন এক লাফে কতটা এগোলেন?

0
172

বজরঙবলির ভক্ত ভারতীয় ক্রিকেটে নতুন তারা ধ্রুব জুরেল। রোজ সকালে উঠে নিয়ম করে শোনেন হনুমান চালিশা। এ’কথা নিজেই জানিয়েছেন এক সাক্ষাৎকারে। আন্তর্জাতিক কেরিয়ারের শুরুতেই এক লাফে ৩১ ধাপ এগিয়ে এলেন ধ্রুব। তাঁর উজ্জ্বল পারফরম্যান্সের জন্যই র‍্যাঙ্কিংয়ে তরতর করে এগিয়ে এলেন তিনি। ছিলেন ১০০ নম্বরে, এখন ৩১ ধাপ এগিয়ে চলে এলেন ৬৯ নম্বরে। রাঁচিতে প্রথম ইনিংসে ৯০ আর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩৯ রান করে ভারতকে জেতানো ধ্রুব জুরেল ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছিলেন। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টে ডবল সেঞ্চুরি করা যশস্বী জয়সওয়াল তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন ১২ নম্বরে। প্রথম দশে রয়েছেন একমাত্র ভারতীয় বিরাট কোহলি (৯)। বোলিংয়ে এক আর দুই নম্বরে ভারতের রাজই অক্ষুণ্ণ। রাঁচিতে না খেলায় প্রথম স্থানে থাকা জসপ্রীত বুমরাহর সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা অশ্বিনের রেটিং পয়েন্টের পার্থক্য কমে দাঁড়িয়েছে ২১-এ। রাঁচিতে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here