জাহেদ মিস্ত্রী, ভাঙড় : লোকসভা নির্বাচনের সপ্তম দফা যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে ভাঙড়। এবার এক তৃণমূল নেতার কারখানায় বোমা ছোঁড়ার অভিযোগ উঠল আই এস এফের বিরুদ্ধে। অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় ব্যাগ কারখানায় যখন কর্মীরা কাজ করছিলেন তখনই বাইকে করে দুই যুবক পশ্চিম ভোগালীতে তৃণমূল নেতা নবিনুর খানের বাড়ির সামনে যায়। বাড়ির পাশে নবিনুরের ব্যাগ কারখানা। যেখানে চামড়ার ব্যাগ, পার্স তৈরি হয়। অভিযোগ, বাইক থেকেই বোমা ছোঁড়া হয়। সেই বোমা কারখানার দেওয়ালে আঘাত লেগে ফেটে যায়। তীব্র শব্দে কারখানার বাইরে ছড়িয়ে পড়ে বোমার মশলা, সুতুলি। ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছ। ওই এলাকার তৃণমূল নেতা প্রবীর গায়েন বলেন, ভোটের আগে ভয় দেখাতে আই এস এফ এসব করছে। আই এস এফের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।