সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং : ভয়াবহ অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেল ক্যানিং বাজার। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে জনবহুল ক্যানিং বাজারের মধ্যস্থলে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং শহর।প্রতিদিনই লক্ষ লক্ষ লোকজন যাতায়াত করেন। রয়েছে বিশাল বড় বাজার। এদিন দুপুরে বাজারের মধ্যে আচমকা একটি বিদ্যুৎতের খুঁটি থেকে আগুনের ফুলকি দেখতে পায় স্থানীয় দোকানদাররা। আগুনের ফুলকি দেখে দিশাহারা হয়ে পড়েন স্থানীয় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষজন। তাঁরা দ্রুততার সাথে খবর দেয় দমকল বাহিনীকে। ঘটনাস্থলে হাজীর হয় দমকলের একটি ইঞ্জিন ও ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী। ছুটে আসেন বিদ্যুৎ দফতরের কর্মীরাও। আগুন নিয়ন্ত্রণে আনেন। সুত্রের খবর ক্যানিং বাজারের মধ্যে একটি বিদ্যুতের খুঁটিতে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়। দ্রুততার সাথে আগুন নিয়ন্ত্রণে আনার ফলে বড়ধরণের অগ্নিসংযোগ থেকে রক্ষা পায় সমগ্র ক্যানিং শহর। নীয় ব্যবসায়ীদের দাবী, কোন দোকানে ক্ষয়ক্ষতি হয়নি। তবে বিদ্যুতের খুঁটি থেকে আগুন যদি দ্রুত ছড়িয়ে পড়তো তাহলে ক্যানিং বাজার ভষ্মীভূত হয়ে যেত। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ক্যানিং শহর।