অধীর গড়ে ইউসুফ পাঠান! কেমন হবে প্রতিদ্বন্দ্বিতা? ‘অধীরবাবুর বিরুদ্ধে। ইউসুফের উল্টোদিকে ব্রেট লি।’ তৃণমূলের হয়ে ইউসুফ পাঠানের বিরুদ্ধে বহরমপুরে প্রার্থী হওয়া নিয়ে অকপট ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি মনে করেন, ইউসুফের লড়াই অত্যন্ত কঠিন হতে চলেছে। কারণ, জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও কেকেআরের প্রাক্তন তারকা ইউসুফকে লড়তে হবে গত পাঁচবারের সাংসদ নির্বাচিত হওয়া অধীর চৌধুরীর বিরুদ্ধে। এক অনুষ্ঠানে সৌরভ ইউসুফের ভোটে দাঁড়ানো প্রসঙ্গে বলেন, ‘অধীর চৌধুরী অভিজ্ঞ রাজনীতিবিদ। তিনি বহুদিন ধরে রাজনীতি করছেন। মোট পাঁচবারের জয়ী, সেখানে ইউসুফের লড়াই ক্রিকেটের বাইশগজে ব্রেট লিকে সামলানোর মতোই কঠিন’।