নিজস্ব প্রতিনিধি: ৮ সেপ্টেম্বর মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বিদ্যুৎ পরিকাঠামো নিয়ে এনার্জি ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট নিড্স ইন ওয়েস্ট বেঙ্গল শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী জনাব আখরুজ্জামান। তিনি বলেন সরকারের লক্ষ্য হলো সকলের কাছে বিদ্যুৎ পৌছে দেওয়া বিশেষভাবে শিল্পতালুক এর জন্য বিদ্যুতের যাতে কোনো ঘাটতি না হয় সে বিষয়ে লক্ষ্য রাখছে পশ্চিমবঙ্গ সরকার শিল্প তালুকের জন্য বিদ্যুৎ পরিষেবা দেবার জন্য বদ্ধপরিকর বিদ্যুৎ দপ্তর। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ দু কোটি মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে ১০ বছরে অনেকটাই বেড়ে দাঁড়িয়েছে বলাবাহুল্য দ্বিগুণ হয়েছে শুধু তাই নয় এই দশ বছরে বিদ্যুৎ বন্টন বিভাগ দ্বিগুণ হয়েছে। যাদের প্রয়োজন তাদের কাছে বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে বিদ্যুৎ দপ্তর তিনি বলেন এই সরকার মানবিক সরকার আগে প্রত্যেকদিন লোডশেডিংয়ের মধ্যে পড়তে হতো রাজ্যবাসীকে কিন্তু এখন লোডশেডিং হয় না বললেই চলে। এখন বিদ্যুৎ বিহীন ভাবে মানুষ থাকতে পারেনা তাই পরিকাঠামো উন্নত করে বিদ্যুৎ সরবরাহ আরো ভালো করার প্রচেষ্টা চালাচ্ছে সরকার। তিনি শিল্পপতিদের আহ্বান করে বলেন সবদিক থেকেই শিল্প পরিকাঠামো তৈরি আছে রাজ্যে শিল্পপতিরা জানো শিল্প সম্ভার নিয়ে এগিয়ে আসে বিনিয়োগের জন্য। এছাড়াও এদিন হ্যান্ডবিল কেবিল্সের তুষার ডালমিয়া বলেন ভারত এখন ডিজিটাল মিটারের দিকে এগোচ্ছে এর মাধ্যমে বিদ্যুৎ অপচয় অনেক কমবে। সিএসই’র বিদ্যুৎ বন্টন এর ম্যানেজিং ডিরেক্টর দেবাশীষ ব্যানার্জি বলেন বৈদ্যুতিক পরিবহন পরিকল্পনা হচ্ছে রাজ্য গাড়ি এখন তেলের বদলে বিদ্যুতিক ভাবে চলছে রায় হাজারখানা বৈদ্যুতিক বাস চালু হওয়ার লক্ষ্যে রয়েছে যেহেতু গাড়ি বৈদ্যুতিক হয়ে যাচ্ছে সেই কারণে গাড়িতে চার্জ দেওয়ার জন্য পরিকাঠামো আরও তৈরি করা হচ্ছে যাতে বেশিরভাগ গাড়ি বৈদ্যুতিক হয়ে গেলেও অসুবিধা হবে না সব জায়গাতেই বৈদ্যুতিন চার্জ দেওয়ার ব্যবস্থা রাখা থাকবে এতে করে অনেক কমবে। তিনি আরো বলেন ২০৩০ এর মধ্যে রিনিউয়েবল এনার্জি দ্বারা ভারত এগিয়ে চলবে। অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন এমসিসিআই এর সভাপতি আকাশ সাহ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থার বৈদ্যুতিক বিষয়ক চেয়ারম্যান অভিজিৎ ঘোষ। এছাড়াও এদিন একটি আলোচনা সভার আয়োজন করা হয় আলোচ্য বিষয় ছিল রিনিউয়েবল এনার্জি ভবিষ্যৎ বৃদ্ধি নিয়ে সকলেই রিনিউয়েবল এনার্জিতে জোর দেওয়ার কথা বলেছেন।