Monday, April 7, 2025
spot_img

বীরভূমেবাল্যবিবাহ রোধে নাটক

অভীক মিত্র – ২৪ ও ২৬ মার্চ বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে বাল্যবিবাহ প্রতিরোধে একাধিক কর্মসূচি নেওয়া হয় । ২৪ মার্চ ছাত্র ছাত্রীদের নিয়ে পদযাত্রার মাধ্যমে সচেতনতার বার্তা দেওয়া হয় । ২৬ মার্চ সচেতনতার লক্ষ্যে জেলার বিদ্যালয়ে বিদ্যালয়ে “নারী নক্ষত্র” নাটক মঞ্চস্থ হয় । নাটকটির নির্মাতা বীরভূম সংস্কৃতি বাহিনী । উদ্বেগজনক আকার ধারণ করেছে বীরভূম জেলার বাল্যবিবাহ অর্থাৎ বলতে গেলে মারনব্যাধির আকার ধারণ করেছে বাল্যবিবাহ । কন্যাশ্রী,রুপশ্রী প্রকল্পেও কমছে না নাবালিকা বিবাহ । ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত সিউড়ি মহকুমায় চুয়াল্লিশটি বাল্যবিবাহ বন্ধ করা গিয়েছে কিন্তু ৩২১৮টি বাল্যবিবাহ বন্ধ করা যায় নি । রামপুরহাট মহকুমায় ৪৩টি বাল্যবিবাহ বন্ধ করা গিয়েছে কিন্তু ৫৩৯৮টি বাল্যবিবাহ বন্ধ করা যায় নি । বোলপুর মহকুমায় ১৪০টি বাল্যবিবাহ বন্ধ করা গিয়েছে কিন্তু ১৮৬০টি বাল্যবিবাহ বন্ধ করা যায় নি । মুরারই দুইনং ব্লক,মুরারই একনং ব্লক এবং নলহাটি একনং ব্লকে বাল্যবিবাহের হার চরম উদ্বেগজনক । স্বভাবতই প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা । বীরভূম জেলার গ্রামেগঞ্জে বাড়ছে নাবালিকা প্রসূতি । ২০২৩ সালের এপ্রিল মাস থেকে ২০২৪ সালের আগস্ট মাস পর্যন্ত অর্থবর্ষের তথ্যে চমকে উঠছে জেলার বাসিন্দারা । বীরভূম স্বাস্থ্য জেলায় নাবালিকা প্রসূতি ১৯.৫১ শতাংশ ।‌ তারমধ্যে শীর্ষে খয়রাশোল ব্লক । খয়রাশোল ব্লকে ২৪.৬৮ শতাংশ নাবালিকা প্রসূতি । নাবালিকা বিয়ে রুখতে রাজ্য সরকার চালু করেছে কন্যাশ্রী প্রকল্প কিন্ত তাকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে নাবালিকা বিয়ে । নামপ্রকাশে অনিচ্ছুক এক স্বাস্থ্যকমী বলেন, “গরিব ঘরের মা বাবাদের সচেতনতার অভাবে নাবালিকা বিবাহের মতো ঘটনা ঘটছে ।” প্রতিটি গ্রামপঞ্চায়েত এলাকায় একাধিক উপস্বাস্থ্যকেন্দ্র, গ্রামে গ্রামে আশাকমী ও অঙ্গনাওয়াড়ী কেন্দ্র রয়েছে । নাবালিকা বিয়ে রোধে তাদের ভূমিকা কি ? – উঠছে প্রশ্ন । সমাজমাধ্যমের দৌলতে নাবালক,নাবালিকাদের মধ্যে পালিয়ে বিয়ে করার প্রবণতা বাড়ছে বলে মত জেলার অনেক বাসিন্দার ।‌ এপ্রিল ২০২৩ – আগস্ট ২০২৪ অর্থবর্ষে গোটা বীরভূম জেলায় মাত্র ১৪৭জন নাবালিকার বিয়ে রুখতে পেরেছিল জেলা প্রশাসন । ২৬ মার্চ দুপুর বারোটা থেকে বীরভূম জেলার স্কুলে স্কুলে (অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত) বাল্যবিবাহ বিরুদ্ধে বার্তা দেওয়া নাটক “নারীনক্ষত্র” পরিবেশিত হয় । বাল্যবিবাহের কুফল,আইন নিয়ে আলোচনা ও শপথ বাক্য পাঠ করা হয় । জনপ্রতিনিধি,বিদ্যালয় পরিচালনসমিতির সদস্য, অভিভাবক,আশাকমী, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, অঙ্গনাওয়াড়ী কমী উপস্থিত ছিলেন ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles