শীতের আমেজে গা ভাসিয়ে শুরু হতে চলেছে ২৮ তম আর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১৫ ডিসেম্বর ২০২২ নেতাজি ইনডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুভ সূচনা হবে উপস্থিত থাকবেন বিগ বি এবং কিং খান সহ টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীরা। ডিসেম্বরের শিত এবং উৎসবের মোরসুমকে উপভোগ করবার জন্য ১৬ থেকে ২২ ডিসেম্বর সিনেমার আবহে গা ভাসিয়ে দেবেন আপামোর বাঙালি। গত দু’বছর মহামারীর কারণে চলচ্চিত্র উৎসব তেমন ভাবে না হলেও আরম্বরহীন ভাবেই হয়েছে। ২০২১ এর ২৭ তম চলচ্চিত্র উৎসব মহামারীর পাথর ভাব বেড়ে যাওয়ায় ২০২২ এই অনুষ্ঠিত হয়েছিল। তাই এ বছর সিনে প্রেমিরা উপহার পাচ্ছে দুটি চলচ্চিত্র উৎসবের। ১০ ডিসেম্বর ২০২২ এক সাংবাদিক বৈঠকে। ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ঘন্টা বেজে গেল। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ইন্দ্রনীল সেন, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরিচালক তথা চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান রাজ চক্রবর্তী, মন্ত্রী তথা অভিনেত্রী বিরবাহা হাঁসদা, অভিনেত্রী রুক্মিণী, পরিচালক হরনাথ চক্রবর্তী, অভিনেতা বিধায়ক জুন মালিয়া, পরিচালক অনন্যা চ্যাটার্জি এবং অভিনেত্রী সুদেষ্ণা রায়। উৎসবের লোগো থেকে শুরু করে উৎসব বিবরণী উদ্বোধন করা হয়। সকলেই আন্তর্জাতিক স্তরে চলচ্চিত্র উৎসবে সকল প্রকার দর্শকদের আসবার জন্য আমন্ত্রণ জানান। প্রদর্শনী, সিনে আড্ডার সাথে সাথে এ বছর এক মাস্টার ক্লাসের আয়োজন করা হয়েছে। নন্দন ১, নন্দন দুই, নন্দন তিন, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন , রবীন্দ্র ওকাকুরা ভবন চলচ্চিত্র শতবর্ষ একাডেমী, নজরুল তীর্থ এক এবং দুই এই জায়গা গুলিতে সিনেমা দেখানো হবে। বিভিন্ন দেশ-বিদেশের সিনেমার সাথে সাথে থাকছে ভারতের সিনেমা এছাড়া তথ্যচিত্র থেকে শুরু করে স্বল্প দৈর্ঘ্যের ছবিও। খেলা সংক্রান্ত কিছু সিনেমাও এবছর স্থান পেয়েছে চলচ্চিত্র উৎসবে। বিভিন্ন ভাষার সিনেমাও থাকছে এ বছর সেখানে স্থান পেয়েছে সাঁওতালি ভাষা সংস্কৃত ভাষার সিনেমাও। এ বছর বিশেষভাবে সম্মান জানানো হবে পরিচালক তরুণ মজুমদার, অভিনেতা প্রদীপ মুখার্জি, শিব কুমার শর্মা এবং অ্যাঞ্জেলা লাঞ্চবুড়িকে। এ বছর সিনেমার মাধ্যমে সম্মাননা জানানো হচ্ছে জীবন্ত কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে তার নটি সিনেমা স্থান পাচ্ছে এ বছরের উৎসবে। আসুন সকলে মিলে নানান রকম সিনেমার গল্পে গানে গা ভাসিয়ে দিয়ে আমরা।