মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও নদীয়া: ২২ নভেম্বর, ২০২২ তারিখে দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন ১৪১ ব্যাটালিয়নের সীমা চৌকি দয়ারামপুরের জওয়ানরা ৭২ বোতল ফেনসিডিল সহ ০৪ জন পাচারকারীকে হাতেনাতে ধরেছে। ধৃত পাচারকারীদের পরিচয় লালন মওলা, বাবু এস কে, রিপন এস কে এবং সাহিন এস কে, জেলা মুর্শিদাবাদ হিসেবে প্রকাশ হয়েছে।
অন্যান্য ঘটনায়, সীমা চৌকি হিঙ্গলগঞ্জ, ৮৫ ব্যাটালিয়ন এবং সীমা চৌকি রামচন্দ্রপুর, ১০৭ ব্যাটালিয়নের কর্মীরা তাদের দায়িত্বের এলাকা থেকে যথাক্রমে ১৪৯ বোতল ফেনসিডিল এবং ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে। জব্দকৃত মোট ফেনসিডিলের আনুমানিক মূল্য ৪৭,২৩৫/- টাকা।
ধৃত চোরাকারবারিদের এবং বাজেয়াপ্ত সামগ্রী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য যথাক্রমে থানা জলঙ্গী, কাস্টম অফিস হিঙ্গলগঞ্জ এবং থানা বনগাঁয় হস্তান্তর করা হয়েছে।
দক্ষিণবঙ্গ সীমান্তের মুখপাত্র বলেছেন যে ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রোধে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। তিনি কড়া ভাষায় বলেন, তিনি তার দায়িত্বের এলাকা থেকে চোরাচালান বন্ধে পূর্ণ অঙ্গীকারবদ্ধ।