(জেলা নদীয়া)
১৭ আগস্ট, ২০২৩ তারিখে, দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন ৮২ ব্যাটালিয়নের সীমা চৌকি গোংড়ার জওয়ানরা ভাতগাছি গ্রামের সরকারি স্কুলে নাগরিক কর্মসূচীর আয়োজন করেছে।
নাগরিক কর্মসূচীতে, বিএসএফ জওয়ানরা দরিদ্র গ্রামবাসীদের ওষুধযুক্ত মশারি এবং প্রেসার কুকার বিতরণ করেছে। জওয়ানরা সুতিয়া কলোনি জুনিয়র হাই স্কুলের ছাত্রদের লেখার উপকরণ এবং স্কুলের মহিলা শিক্ষক ও ছাত্রীদের স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন, স্যানিটারি ন্যাপকিন ইনসিনারেটর এবং ন্যাপকিন প্যাড বিতরণ করেছে।
এই কার্যক্রমে ভাতগাছি গ্রামের সদস্যসহ গ্রামের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে, তারা বিএসএফ কর্তৃক আয়োজিত নাগরিক কর্মসূচীর প্রশংসা করেন এবং বিএসএফ জওয়ানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিএসএফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, উভয় বিদ্যালয়ের স্কুল কর্মীরা বলেছেন যে সীমান্ত সুরক্ষার পাশাপাশি, বিএসএফ সর্বদা সাধারণ জনগণ এবং স্কুলের শিশুদের সাহায্য করতে এগিয়ে থাকে।
শ্রী এ কে আর্য, ডিআইজি, পাবলিক রিলেশন অফিসার, বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার বলেছেন যে বর্ডার সিকিউরিটি ফোর্স সবসময় সীমান্তবাসীদের সহযোগিতা করতে এগিয়ে আছে। তিনি আরও বলেন, এই ধরনের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল বিএসএফ এবং সাধারণ নাগরিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধি করা।