ভারতের স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী উপলক্ষে বিএসএফ সাইকেল র্যালির আয়োজন করছে। ০১ নভেম্বর, ২০২২ তারিখে আগরতলা (ত্রিপুরা) থেকে শুরু হওয়া র্যালি ০৭ ডিসেম্বর, ২০২২ এর সন্ধ্যায় নদীয়া জেলার সীমান্ত এলাকায় পৌঁছায়। দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের অধীন, ৮২ ব্যাটালিয়নের অফিসার ও জওয়ানরা সাইকেল র্যালির অংশগ্রহণকারীদের পুষ্পস্তবক অর্পণ করে স্বাগত জানান। এরপর র্যালিটি সীমান্ত সড়ক হয়ে রাতের বিশ্রামের জন্য ৫৪ ব্যাটালিয়নের সীমা চৌকি হোরান্দিপুরে পৌঁছালে, বিদ্যালয়ের শিশু ও গ্রামবাসীরা ফুল দিয়ে র্যালিকে স্বাগত জানায়।
আজ ০৮ ই ডিসেম্বর, ২০২২ তারিখের সকালে র্যালিতে অংশগ্রহণকারীরা তাদের পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিতে প্রস্তুত হন। এর পরে শ্রী সঞ্জয় কুমার, ডিআইজি, আঞ্চলিক সদর দফতর, কৃষ্ণ নগর পতাকা প্রদর্শন করে র্যালিটিকে রওয়ানা করেন।
শ্রী সঞ্জয় কুমার, ডিআইজি, বলেন যে এই র্যালির মূল উদ্দেশ্য হল সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের হৃদয়ে দেশপ্রেমের বোধ জাগানো, সীমান্ত নিরাপত্তা বাহিনীর ভালো ভাবমূর্তি তৈরি করা এবং আরও বেশি সংখ্যক যুবকদের সশস্ত্র বাহিনীতে যোগদানে উদ্বুদ্ধ করা। এর পাশাপাশি তরুণদেরকে চোরাচালান ও অন্যান্য অসামাজিক কার্যকলাপে লিপ্ত না হতে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তেও বার্তা দেয়।