বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্ত চোরাচালানের প্রচেষ্টাকে ব্যর্থ করে, ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ১৮.২ লক্ষ্য টাকা মূল্যের ফেনসিডিল, গাঁজা, ফিশপিন এবং অবৈধ মাদকদ্রব্য আটক করেছে।

0
103

জেলা উত্তর ২৪ পরগণা, মালদা এবং মুর্শিদাবাদ, ০৪ এপ্রিল ২০২৪, দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে বিভিন্ন ব্যাটালিয়নের সতর্ক বিএসএফ জওয়ানরা পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা, মালদা এবং মুর্শিদাবাদ জেলার সীমান্ত এলাকায় চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করেছে এবং ৭৭২ টি ফেনসিডিল আটক করেছে। বোতল, ১৬.৫ কেজি গাঁজা, ৫৩ প্যাকেট ফিশ পিন বল (মাছের বীজ), বিভিন্ন ধরনের অবৈধ ওষুধ সহ একজন বাংলাদেশী চোরাকারবারীকেও গ্রেফতার করা হয়েছে। চোরাকারবারীরা যখন এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ১৮,২১,৯৬২/- টাকা।

তথ্য অনুযায়ী, ৪ এপ্রিল,০৫ ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা ডিউটি করার সময় সীমান্ত চৌকি আংরাইল এর বিএসএফ জওয়ানরা দেখতে পান যে কয়েকজন চোরাকারবারী মাথায় বান্ডিল নিয়ে ইছামতি নদীর দিকে অগ্রসর হচ্ছে। জওয়ানরা পাচারকারীদের সতর্ক করে তাদের ধরতে তাদের দিকে ছুটে যায়। জওয়ানকে তাদের দিকে আসতে দেখে চোরাকারবারীরা ভয় পেয়ে বাংলাদেশের দিকে ছুটতে থাকে। পালানোর সময়, একজন চোরাচালানকারী বেড়ার মধ্যে জড়িয়ে পড়ে এবং পড়ে যায় এবং জওয়ানের হাতে ধরা পড়ে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২ টি ব্যাগ থেকে ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত চোরাকারবারীর নাম সেলিম হোসেন এস/০-রবিউল গ্রাম-বালুনদা, জেলা-যশোর, বাংলাদেশ।

জিজ্ঞাসাবাদে সেলিম জানায়, সে ৪ এপ্রিল সকাল ১০টায় ইচ্ছামতি নদী পার হয়ে ফেনসিডিলের চালান সংগ্রহ করতে ভারতে এসেছিল। যা বাংলাদেশে জসিম সরদারের কাছে হস্তান্তরের কথা ছিল। এ ছাড়া ফেনসিডিলের চালান নিতে তার সঙ্গে আরও তিন চোরাকারবারি। ফেনসিডিল নেওয়ার পর সে ইচ্ছামতি নদীর দিকে এগোলে বিএসএফ জওয়ানরা তাকে দেখে ফেনসিডিলসহ ধরে ফেলে।

এছাড়া একই দিনে অন্যান্য ঘটনায় পুরাতন নদীখানা, জালালপুর ও মেহরানী সীমান্ত ফাঁড়ির জওয়ানরা মোট ৫৭৩ টি ফেনসিডিল বোতল আটক করে। যখন সীমান্ত ফাঁড়ির জওয়ানরা সিএস খালি, এবং কৈজুরি ৩৫ টি ফিশপিন বল (মাছের বীজ) জব্দ করেছে। এছাড়া সীমান্ত চৌকি ঝিঙ্গার জওয়ানরা বিভিন্ন ধরনের অবৈধ ওষুধ জব্দ করেছে।

বর্ডার ফাঁড়ি কালঞ্চি এবং পশ্চিমবঙ্গ পুলিশের জওয়ানদের সাথে যৌথ অভিযানে, সুতিয়া থানা, একটি মারুতি ভ্যান থেকে ১৮ প্যাকেট ফিশ পিন বল আটক করেছে।

গ্রেফতারকৃত চোরাকারবারী ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগে হস্তান্তর করা হয়েছে।

শ্রী এ.কে. আর্য, ডিআইজি, দক্ষিণবঙ্গ সীমান্ত জনসংযোগ আধিকারিক জওয়ানদের সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেছিলেন যে এটি ডিউটিতে থাকা বিএসএফ জওয়ানদের দ্বারা দেখানো সতর্কতার প্রতিফলন। তিনি কড়া ভাষায় বলেন, বিএসএফ জওয়ানরা কোনো অবস্থাতেই সীমান্তে চোরাচালান বা অন্য কোনো ধরনের অপরাধ ঘটতে দেবে না। তিনি আরও বলেন, আমাদের গোয়েন্দা বিভাগ এই চোরাচালানের সঙ্গে জড়িতদের খুঁজে বের করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here