সুভাষ চন্দ্র দাশ,বাসন্তী : দীর্ঘ প্রায় দুবছর বঞ্চনায় রয়েছেন ১০০ দিনের কাজের উপভোক্তারা।কাজ করে প্রাপ্য মজুরী থেকে বঞ্চিত রয়েছেন।সেই বঞ্চনার জন্য রাজ্য সরকার একাধিকবার কেন্দ্রের দ্বারস্থ হলেও ফল মেলেনি।দীর্ঘ আন্দোলন ও চলে। ফলে প্রাপ্য মজুরী না পেয়ে অসহায় হয়ে পড়েন ১০০ দিনের কাজের উপভোক্তারা।এমন কি কাজও হারায়।সর্বশেষ তৃণমূল পরিচালিত সরকার জানিয়ে দেয় ১০০ দিনের কাজের উপভোক্তাদের কেন্দ্র বঞ্চনা করলেও তাঁদের পাশে রাজ্য সরকার রয়েছে।কেন্দ্র বকেয়া টাকা না দিলে রাজ্য সরকার নিজের কোষাগার থেকে বকেয়া সেই টাকা উপভোক্তাদের দেবেন।সেই মতো রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে তোড়জোড় শুরু হয়।প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকে রয়েছে ১৩ টি গ্রাম পঞ্চায়েত। ১৩ টি গ্রাম পঞ্চায়েতের ২৪১৭৪ জন উপভোক্তা রয়েছেন। যারা ১০০ দিনের কাজ করে প্রাপ্য মজুরী থেকে বঞ্চিত রয়েছেন।ইতিমধ্যে বাসন্তী ব্লক সমষ্টি উন্নয়ণ আধিকারীকের তত্বাবধানে বঞ্চিতদের নাম নথীভুক্ত করা হয়েছে।তাঁরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে মজুরীর প্রাপ্য টাকা পাবেন। বাসন্তী ব্লক সমষ্টি উন্নয়ণ আধিকারীক সঞ্জীব সরকার জানিয়েছেন, বাসন্তী ব্লকের ১৩ টি গ্রাম পঞ্চায়েতের ২৪১৭৪ উপভোক্তা রয়েছেন। তাঁদের প্রাপ্য মজুরী ১২ কোটি ৮ লক্ষ ৬ হাজার ৮৯৩ টাকা।